'OK Google' বলে কিভাবে ভয়েসের মাধ্যমে ব্যাবহার করবেন আপনার Android?

'OK Google' বলে কিভাবে ভয়েসের মাধ্যমে ব্যাবহার করবেন আপনার Android?

|

আগে শুধুমাত্র Google Pixel এর এক্সক্লিউসিভ ফিচার ছিলো Google Assistant। কিন্তু সম্প্রতি প্রায় সমস্ত Android ফোনেই এই ফিচার দিয়ে দিয়েছে গুগুল। এছাড়াও সম্রতি iPhone এও পাওয়া যাচ্ছে OK Google এর মাধ্যমে Google Assistant এর সমস্ত ফিচার। প্রায় সব নতুন স্মার্টফোন এই ফিচার প্রি-ইনস্টল্ড থাকে।

'OK Google' বলে কিভাবে ভয়েসের মাধ্যমে ব্যাবহার করবেন আপনার Android?

আপনার স্মার্টফোনকে আরও স্মার্ট ভাবে ব্যাভার করতে শিখে নিন কিভাবে আপনার স্মার্টফোনে ব্যাবহার করবেন এই 'OK Google' কম্যান্ড।

পছন্দের ছবিগুলি দেখুন

পছন্দের ছবিগুলি দেখুন

আপনি যদি Google Photos ব্যাবহার করেন তাহলে Google এর ইন্টিলিজেন্ট অ্যালগোরিদিম দিয়ে ভয়েস কম্যান্ডের মাধ্যমেই দেখে নিতে পারবেন আপনার প্রিয়জনের বা আপনার কোন ঘুরতে যাওয়ার ছবি।

 রিমাইন্ডার সেট করুন

রিমাইন্ডার সেট করুন

খুব সহজেই Google Assistant এর মাধ্যমে আপনি সেট করতে পারবেন অ্যালার্ম বা রিমাইন্ডার। এক্ষেত্রে আপনাকে বলতে হবে "Add a reminder" অথবা "Remind me to buy eggs at so and so place"।

ফ্লাইট স্ট্যাটাস চেক করুন

ফ্লাইট স্ট্যাটাস চেক করুন

আপনার Gmail এ সমস্ত ফ্লাইট রিসার্ভেসান, হোটেল বুকিং, আর আপনার আগামী দিনে ঘুরতে যাওয়ায়ার সব পরিকল্পনা আপনার Google Assistant এ চলে আসে। তাই আপনি যখনি এব্যাপারে যেকোন প্রশ্ন করবেন তার উত্তর দিয়ে দেবে Google Assistant।

৩০০০ কোটি মার্কিন ডলারে Snapchat কেনার পরিকল্পনা করেছিলো Google৩০০০ কোটি মার্কিন ডলারে Snapchat কেনার পরিকল্পনা করেছিলো Google

আপনার পছন্দের গান বাজান

আপনার পছন্দের গান বাজান

OK Google, "Play [Favorite songs]." বলে আপনি চালিয়ে ফেলতে পারবেন আপনার পছন্দের গান। অথবা OK Google, "Play some Rock music" বললে আপনার ফোনে বাজতে শুরু করবে সারা পৃথিবীর রক মিউজিকের কালেকশান।

জোক

জোক

OK Google, "Tell me a Joke." বললেই Google Assistant আপনাকে বলে দেবে একটি ভালো জোক।

 খবর

খবর

OK Google, "Tell Me the News." বললেই সারা দিনের বিশ্বের সেরা খবরগুলি পেয়ে জাবেন ফোনের স্ক্রিনে। এছাড়াও আপনি কোন বিশেষ বিষয়েও জানতে চাইতে পারেন Google Assistant এর কাছে।

ট্রান্সলেশান

ট্রান্সলেশান

OK Google, "Translate." বললেই আপনি যেকোন ভাষা থেকে যেকোন ভঅ্যাায় আপনার কথাকে আনুবাদ করে নিতে পারবেন। শুধু আপনাকে জানিয়ে দিতে হবে কোন ভাষা থেকে কোন ভাষায় আনুবাদ করে নিতে চাইছেন আপনি।

শব্দের মানে

শব্দের মানে

OK, Google, "What Does [...] Mean." বললেই আপনাকে সেই শব্দের মানে বলে দেবে Google, সাথে কিভাবে উচ্চারন করতে হয় সেই শব্দটি তাও বলে দেবে Google।

শেয়ার মার্কেট

শেয়ার মার্কেট

OK Google, "What's the Stock Price of [...]." বললেই আপনি জেনে জাবেন যেকোন স্টকের দাম। এছাড়াও শেয়ার মার্কেট অ্যানালিসিসেও আপনাকে সাহায্য করবে Google Assistant।

মজার গেম

মজার গেম

Ok Google, "Let's Play a game." বললে কিছু মজার গেম আপনার সামনে নিয়ে হাজির হবে Google Assistent। সেখান থেকে পছন্দ করে নিতে হবে কোনটি খেলতে চান আপনি।

Best Mobiles in India

Read more about:
English summary
As Google Assistant is available on all the Android devices now, we have compiled a list of commands to help you in your day to day life.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X