বিশ্বের প্রথম পাঁচ ৫জি গ্রাহককে চিনে নিন

By Gizbot Bureau
|

৪জি অতীত, এসে গিয়েছে নতুন ৫জি মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি। এখনও বাণিজ্যিকভাবে ৫জি পরিষেবা শুরু না হলেও পরীক্ষামুলক ভাবে জোর কদমে এই পরিষেবা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই স্মার্টফোন কোম্পানিগুলি ৫জি হ্যান্ডসেট লঞ্চের প্রতিশ্রুতি দিয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ায় ৫জি ভেরিয়েন্টে গ্যালাক্সি এস১০ বুকিং শুরু হয়েছে। ১৫ এপ্রিল থেকে দক্ষিণ কোরিয়ায় ৫জি ফোন বিক্রি শুরু করবে স্যামসাং।

বিশ্বের প্রথম পাঁচ ৫জি গ্রাহককে চিনে নিন

এবার বিশ্বের প্রথম পাঁচ ৫জি গ্রাহকের নামের তালিকা প্রকাশ করল জনপ্রিয় মার্কিন ম্যাগাজিন ফোর্বস। এই রিপোর্টে এসকে টেলিকম এর প্রথম পাঁচ ৫জি গ্রাহকের নাম সামনে এসেছে। এসকে টেলিকমের হাত ধরে দক্ষিণ কোরিয়ায় ৫জি পরিষেবা শুরু হচ্ছে। এসকে টেলিকম জানিয়েছে তাদের সবথেকে পুরনো গ্রাহককে সবার আগে ৫জি পরিষেবা ব্যবহারের সুযোগ দেওয়া হবে। অর্থাৎ তিনিই হবেন বিশ্বের প্রথম ৫জি গ্রাহক।

রিপোর্টে বিশ্বের প্রথম পাঁচ ৫জি গ্রাহকের নাম প্রকাশিত হয়েছে। কোরিয়ায় পপ আইডল গ্রুপ ইক্সও এর বাইক হুইন ও কাই, অলিম্পিক মেডেল জয়ী কিম ইউ-না, ইস্পোর্টস প্লেয়ার লি সাং-হেয়ক, প্যারা সুইমার ইয়ুন সুন-হেয়ক আর কোম্পানির সবথেকে পুরনো সাবস্ক্রাইবার পার্ক জেই-ওন প্রথম পাঁচ ৫জি গ্রাহকের তকমা ছিনিয়ে নেবেন।

শুক্রবার থেকে গ্রাহকরা ৫জি পরিষেবার জন্য নাম নতুভুক্ত করতে পারবেন। ৫জি পরিষেবা ব্যবহারের জন্য গ্রাহককে একটি স্যামসাং গ্যালাক্সি এস১০ ৫জি কিনতে হবে।

কে সবার আগে বাজারে ৫জি গ্যান্ডসেট লঞ্চ করবে তা নিয়ে স্মার্টফোন কোম্পানিগুলির মধ্যেই প্রতিযোগিতা তুঙ্গে। ইতিমধ্যেই ৫জি হ্যান্ডসেট লঞ্চ করেছে স্যামসাং। মে মাসে ৫জি হ্যান্ডসেট লঞ্চ করতে পারে ওয়ানপ্লাস। এছাড়াও হুওয়াওয়েই এর ফোল্ডেবেল স্মার্টফোন মেট এক্স এ থাকবে ৫জি কানেক্টিভিটি। ৫জি দৌড়ে তুলনামুলক পিছিয়ে পরেছে অ্যাপেল। শুরুতে ২০২০ সালে ৫জি ফোন লঞ্চের কথা থাকলেও সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে ২০২১ সালের আগে ৫জি ফোন লঞ্চ করবে না অ্যাপেল।

Best Mobiles in India

Read more about:
English summary
Meet the world's first five 5G subscribers

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X