iPhone X কে ক্যামেরা টেস্টে হারিয়ে দিল Mi 8

By GizBot Bureau
|

বৃহষ্পতিবার লঞ্চ হয়েছে Mi 8। এখনো বাজারে আসেনি ফ্ল্যাগশিপটি। কিন্তু জনপ্রিয় ক্যামেরা রেটিং ওয়েবসাইট DXOMark এর কাছে পৌঁছে গিয়েছে Mi 8 ফোনটি। আর Mi 8 এর ক্যামেরা টেস্ট করে সেই ক্যামেরার রেজাল্ট নিজেদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে DXOMark। আর এই টেস্টে Mi 8 পেয়েছে ৯৯ মার্ক। আশ্চর্যভাবে iPhone X এর থেকে ২ মার্ক বেশি পেয়েছে চিনের এই ফ্ল্যাগশিপ। এছাড়াও Galaxy S9+ ও গত বছর DXOMark এ ৯৯ মার্ক পেয়েছিল। সব মিলিয়ে Mi Mix 2S এর থেকে অনেকটাই বেশি নম্বর পেয়েছে নতুন Mi 8।

iPhone X কে ক্যামেরা টেস্টে হারিয়ে দিল Mi 8

ছবি তোলার জন্য DXOMark টিমের কাছ থেকে Mi 8 ১০৫ নম্বর পেইয়েছে। ভিডিও তোলার জন্য পেয়েছে ৮৮। আপাতত মোবাইলের দুনিয়ায় DXOMark এ সেরা নম্বর পেয়েছে Huawei P20 Pro। ছবি তোলার জন্য এই ফোন পেয়েছে ১১৪ নম্বর, আন্যদিকে ভিডিও তোলার জন্য Huawei P20 Pro পেয়েছে ৯৮ নম্বর। দ্বিতীয় স্থানে রয়েছে HTC U12+। ছবি তোলার জন্য HTC U12+ পেয়েছে ১০৬ নম্বর আর ভিডিও তুলে ফোনটি পেয়েছে ৯৫ মার্ক। তিন নম্বরে রয়েছে Huawei P20।

ছবি ও ভিডিও তোলার জন্য এই ফোনটি যথাক্রমে ১০৪ ও ৯১ নম্বর পেয়েছে। আর এই লিস্টেই ৪ নম্বরে Galaxy s9+ এর সাথে একসাথে জায়গা করে নিয়েছে নতুন Mi 8। DXOMark রেটিং লিস্টে ৫ নম্বরে আছে Google Pixel 2। ছবি তোলার জন্য Google Pixel 2 পেয়েছে ৯৯ নম্বর। আর ভিডিও তুলে পেয়েছে ৯৬ নম্বর। ক্যামেরার জন্য বিখ্যাত iPhone এর লেটেস্ট মডেল iPhone X এই লিস্টে ৬ নম্বর স্থান দখল করেছে। ছবি তোলার জন্য iPhone X পেয়ছে ১০১ আর ভিডিওতে পেয়েছে ৮৯।

কোম্পানির দাবি দারুন শার্প ছবি উঠবে নতুন Mi 8 এর ক্যামেরায়। এছাড়াও ডিটেল ক্যাপচারের উপর বিশেষ নজর দেওয়া হয়েছে এই ক্যামেরাতে। DXOMark টিম জানিয়েছে আগের থেকে ডাইনামিক রেঞ্জ অনেকটাই ভাল হয়েছে Xiaomi র নতুন ফ্ল্যাগশিপে। এছাড়াও উন্নত হয়েছে ছবির হাইলাইট, শ্যাডো ও নয়েজ লেবেল।

ওয়ান প্লাস সিক্সে নচ ডিস্যাবল করবেন কীভাবেওয়ান প্লাস সিক্সে নচ ডিস্যাবল করবেন কীভাবে

প্রসঙ্গত Mi 8 এ রয়েছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ডুয়াল ক্যামেরার প্রাইমারি সেন্সারটি 12 মেগাপিক্সেল f/2.8 অ্যাপারচার। এর সাথেই রয়েছে অপ্টিকাল স্টেবিলাইজেশান। আর রয়েছে একটি 12 মেগাপিক্সেল f/2.4 সেকেন্ডারি সেন্সার। এই সেকেন্ডারি সান্সারের মাধ্যমে 2x অপ্টিকাল জুম পাওয়া যাবে Mi 8 এর ক্যামেরায়।

Best Mobiles in India

Read more about:
English summary
Mi 8 takes 4th places in DXOMark Rating beating iPhone X and Google Pixel 2.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X