আগামি সপ্তাহের লঞ্চ হবে শাওমির দুর্দান্ত এই ফোনটি

|

গত সপ্তাহেই নিজেদের ফ্ল্যাগশিপ লঞ্চ করেছে চীনা স্মার্টফোন কোম্পানি ওয়ানপ্লাস। আর সেই ফোন নিয়ে বাজারে উন্মাদনা তুঙ্গে। আর তখনই নিজেদের ২০১৮ সালের ফ্ল্যাগশিপ লঞ্চের ঘোষনা করলো আর এক জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি শাওমি। আগামি সপ্তাহেই লঞ্চ হবে Mi এর ২০১৮ সালের ফ্ল্যাগশিপ Mi 8। কোম্পানির আট বছর পুর্তিতে এই ফোন লঞ্চ করবে শাওমি। এছাড়াও অ্যাপেলের সাথে টক্কর দিতে এই ফোনে হয়তো থাকবে ত্রিডি ফেসিয়াল সেন্সিং টেকনলজি।

আগামি সপ্তাহের লঞ্চ হবে শাওমির দুর্দান্ত এই ফোনটি

চীনের এক মাইক্রোব্লগিং ওয়েবসাইটে কোম্পানির অফিশিয়াল পেজে জানানো হয়েছে চীনের শেনজেন শহরে আগামি ৩১ মে লঞ্চ হবে কোম্পানির লেটেস্ট ফ্ল্যাগশিপ। শাওমির অষ্টম বর্ষপূর্তিকে স্বরনোয় করে রাখতেই এই লঞ্চ বলে জানানো হয়েছে কোম্পানির তরফে।

ইতিমধ্যেই এই ইভেন্টের টিকিট বিক্রি শুরু করে দিয়েছে শাওমি। তবে শুধুমাত্র MI 8 নয় এই ইভেন্টে লঞ্চ হবে আরও অনেক নতুন প্রোডাক্ট। এর মধ্যেই অন্যতম শাওমির জনপ্রিয় ফিটনেস ট্র্যাকিং ডিভাইসের নতুন জেনারেশান Mi Band 3 ফিটনেস ট্র্যাকার। আসুন দেখে নেওয়া যাক এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী Mi 8 এর স্পেসিফিকেশান।

স্যামসাং লঞ্চ করলো চারটি ধামাকা স্মার্টফোন, আজ থেকে বিক্রি শুরুস্যামসাং লঞ্চ করলো চারটি ধামাকা স্মার্টফোন, আজ থেকে বিক্রি শুরু

Mi 8 এর থাকতে চলেছে একটি বেজেল লেস ডিসপ্লে। ২০১৮ সালে লঞ্চ হওয়া সব ফোনের মতোই এই ফোনের ডিসপ্লের উপরেও থাকবে একটি নচ। এছাড়াও ফোনের ভিতরে থাকবে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসার। এর সাথেই থাকতে পারে 8GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ। Mi 8 এ প্রিলোডেড থাকবে অ্যানড্রয়েড ওরিও। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI স্কিন। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশ পাওয়া এক ছবিতে দেখা গিয়েছে ফেস আনলকের জন্য ফোনের সামনে থাকবে একটি আলাদা ক্যামেরা। লঞ্চ পরে নিশ্চই Oneplus 6, Honor 10 কে কড়া টক্কড় দেবে নতুন Mi 8।

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi has scheduled the Mi 8 launch event for May 31.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X