২৪ জুলাই লঞ্চের আগেই Mi A2 আর Mi A2 Lite-এর দাম ফাঁস হয়ে গেল

By GizBot Bureau
|

আগামী 24 জুলাই নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi। কোম্পানির Android One লাইন আপে পরবর্তী স্মার্টফোন Mi A2 আর Mi A2 Lite ফোনদুটি লঞ্চ করবে Xiaomi। 24 জুলাই স্পেনের মাদ্রিদ শহরে এক ইভেন্টে এই ফোন দুটি লঞ্চ করা হবে। গত বছর কোম্পানির প্রথম Android One স্মার্টফোন Mi A1 ফোনটি লঞ্চ করেছিল Xiaomi। Mi A2 এই ফোনের উত্তরসূরি। এই বছরে চিনে লঞ্চ হওয়া Mi 6X ফোনটির নাম ও অপারেটিং সিস্টেম বদল করে Mi A2 ফোন লঞ্চ করা হবে।

২৪ জুলাই লঞ্চের আগেই Mi A2 আর Mi A2 Lite-এর দাম ফাঁস হয়ে গেল

টুইটারে একটি ছবি পোস্ট করে 24 জুলাই Mi A2 আর Mi A2 Lite লঞ্চের কথা পাকা করেছে Xiaomi। এই ছবিতে দেখা গিয়েছে এই দুটি ফোনের একটি অপরটির থেকে আকারে একটু বড় হবে। এর সাথেই দুটি ফোনেই ডুয়াল রিয়ার ক্যামেরা দেখা গিয়েছে। এই দুটি ফোনের ডুয়াল ক্যামেরা iPhone X এর মট ভার্টিকালি থাকবে।

রোমানিয়ার QuickMobile.ro আর PCGarage.ro. ওয়েবসাইটে ইতিমধ্যেই এই দুটি ফোন দেখা গিয়েছে। এর মধ্যে QuickMobile ওয়েবসাইটে Xiaomi Mi A2 এর 4GB RAM/32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ২৭৫ ইউরো (প্রায় ২২,০০০ টাকা)। 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৩০০ ইউরো (প্রায় ২৪,০০০ টাকা)। এই ওয়েবসাইটে জানানো হয়েছে এক সপ্তাহের মধ্যে এই ফোন বিক্রি শুরু হবে। অন্য এক ওয়েবসাইট PCGarage.ro এ Mi A2 এর 4GB RAM/32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১,৪০০ রোমানিয়ান লিউ (প্রায় ২৪,১০০ টাকা)। 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১,৬০০ রোমানিয়ান লিউ (প্রায় ২৭,৬০০ টাকা)।

এছাড়াও QuickMobile ওয়েবসাইটে Xiaomi Mi A2 Lite এর 3GB RAM/32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ২০০ ইউরো (প্রায় ১৬,০০০ টাকা)। 4GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ২৪৫ ইউরো (প্রায় ২৯,৬০০ টাকা)। অন্যদিকে PCGarage.ro এ Mi A2 Lite এর 3GB RAM/32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১,০০০ রোমানিয়ান লিউ (প্রায় ১৭,২৫০ টাকা)। 4GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১,২০০ রোমানিয়ান লিউ (প্রায় ২০,৭০০ টাকা)।

ইতিমধ্যেই ইন্টারনেটে একাধিক রিপোর্টে Mi A2এর স্পেসিফিকেশান ফাঁস হয়ে গিয়েছে। কিছুদিন আগেই Mi A2 এর সাথেই Mi A2 Lite ফোন লঞ্চের খবর সামনে এসেছিল। তখনই Mi A2 Lite এর স্পাসিফিকেশানও ফাঁস হয়ে গিয়েছিল।

Mi A2 এ রয়েছে একটি ৫.৯৯ ইঞ্চি FHD+ ডিসপ্লে। এর সাথেই রয়েছে Snapdragon 660 চিপসেট আর 3010 mAh ব্যাটারি। এই কুইচক চার্জ ৩.০ সাপোর্ট ফোনে রয়েছে। কোম্পানি জানিয়েছে এই প্রসেসার অন্য মিডরেঞ্জ প্রসেসার Sanpdragon 636 এর থেকে ২০% ভালো পারফর্মেন্স দেবে।

Mi A2 এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় রয়েছে একটি ২০ মেগাপিক্সেল f/1.75 প্রাইমারী সেন্সার। এর সাথেই রয়েছে একটি ১২ মেগাপিক্সেল Sony সেকেন্ডারী সেন্সার। একই অ্যাপারচারের এই সেকেন্ডারী সেন্সারে 2X অপটিকাল জুম পাওয়া যাবে। এছাড়াই Mi A2 এ একটি ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

অন্যদিকে Mi A2 Lite এ থাকবে একটি ৫.৮৪ ইঞ্চি ডিওপ্লে। Mi A2 Lite এর ভিতরে থাকবে Snapdragon 625 চিপসেট 4GB RAM আর 64GB স্টোরেজ।

Mi A2 Lite এ একটি ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি ১২ মেগাপিক্সেল। এর সাথেই একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। সেলফি তোলার জন্য Mi A2 Lite এ একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এছাড়াও Mi A2 Lite এ একটি 4000 mAh ব্যাটারি থাকবে।

Best Mobiles in India

Read more about:
English summary
Mi A2, Mi A2 Lite: Listed by Multiple Romanian Online Stores

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X