এই মাসেই লঞ্চ হতে পারে বেজেল লেস ক্যানভাস ইনফিনিটি প্রো

|

গত সেপ্টেম্বরে মাইক্রোম্যাস্ক তাদের প্রথম বেজেল লেস ফোন ক্যানভাস ইনফিনিটি লঞ্চ করেছিল। এই ফোনের ডিসপ্লে কিছুটা Galaxy S8 এবং Galaxy S8+ এর মতো।

এই মাসেই লঞ্চ হতে পারে বেজেল লেস ক্যানভাস ইনফিনিটি প্রো

এই স্মার্টফোনে আছে একটি বেজেল লেস ১৮:৯ অ্যাসপেক্ট রেশিও-র ডিসপ্লে। উল্লেখযোগ্যভাবে ফোনটির দাম মাত্র ৯,৯৯৯ টাকা। এবার কোম্পানি বাজারে আনতে চলেছে ফোনটির পরবর্তী এডিশান ক্যানভাস ইনফিনিটি প্রো।

সম্প্রতি এক ওয়েব পোর্টালে প্রকাশিত এক রিপোর্টে সেই ফোনের রিটেল প্যাকেজিং -এর ছবি ফাঁস হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে ক্যানভাস ইনফিনিটির মতো একই ডিসপ্লে থাকবে ক্যানভাস ইনফিনিটি প্রো -এর সামনে। এছাড়াও ফাঁস হওয়া ছবিটি দেখে অনুমান ফোনটিতে থাকবে ডুয়াল সেলফি ক্যামেরা।

বায়ু দূষণের মাত্রাও দেখাবে গুগল আর্থবায়ু দূষণের মাত্রাও দেখাবে গুগল আর্থ

ক্যানভাস ইনফিনিটি প্রোতে থাকতে পারে ৫.৭ ইঞ্চি IPS ডিসপ্লে যার অ্যাসপেক্ট রেশিও ১৮:৯।

তবে এই ফোন সম্পর্কে এখনো পর্যন্ত কোম্পানির তরফে অফিশিয়ালি কিছু জানানো হয়নি। তবে আন্দাজ করা হচ্ছে এই ফোনের পিছনে থাকতে পারে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তবে কিছুই এখনো নিশ্চিত ভাবে বলা সম্ভব না।

তবে কানাঘুঁষো শোনা যাচ্ছে এই মাসের শেষের দিকে লঞ্চ হতে পারে ক্যানভাস ইনফিনিটি প্রো। দাম হতে পারে ১৫,০০০ টাকার আশেপাশে।

Best Mobiles in India

Read more about:
English summary
Micromax Canvas Infinity Pro with a bezel-less display and dual selfie cameras to be launched later this month.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X