মাত্র ১ টাকায় স্মার্টফোন লঞ্চ করবে Micromax

গত বছরে মাত্র ২৫১ টাকায় স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল নতুন স্মার্টফোন ব্র্যান্ড Freedom 251। একাধিক কারনে সেই ডিভাই কখনই দিনের আলো দেখেনি। এবার ভারতে মাত্র ১ টাকায় স্মার্টফোন লঞ্চের ঘোষনা করল

By GizBot Bureau
|

গত বছরে মাত্র ২৫১ টাকায় স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল নতুন স্মার্টফোন ব্র্যান্ড Freedom 251। একাধিক কারনে সেই ডিভাই কখনই দিনের আলো দেখেনি। এবার ভারতে মাত্র ১ টাকায় স্মার্টফোন লঞ্চের ঘোষনা করল Micromax।

মাত্র ১ টাকায় স্মার্টফোন লঞ্চ করবে Micromax

এক টিজারে এই কথা ঘোষনা করেছে Micromax। কোম্পানি মাত্র ১ টাকায় নতুন স্মার্টফোন লঞ্চ করবে বলে জানিয়েছে। এক কথায় বিনামূল্যে স্মার্টফোন বিলিয়ে বেড়াবে এই কোম্পানি। জুলাই মাসের ৫ তারিখে এই টিজার পোস্ট করেছে Micromax।

টিজারে বলা হয়েছে, “নমস্কার চেন্নাই! বড় খবড়! আমরা ১ টাকায় স্মার্টফোন ঘোষনা করছি। আপনি তৈরী?”

এই টিজার দেখে মনে হচ্ছে চেন্নাইতে খুব শিঘ্রই ১ টাকা কার্যকারী দামে নতুন স্মার্টফোন লঞ্চ করবে Micromax।

কার্যকারী দাম কী?

JioPhone লঞ্চের সময় কোম্পানি জানিয়েছে কার্যত বিনামূল্যে গ্রাহকদের JioPhone দেওয়া হবে। কিন্তু ফোন কেনার সময় গ্রাহককে ১৫০০ টাকা খরচ করতে হয়েছে। সিকিউরিটি ডিপোজিট হিসাবে এই টাকা নেওয়া হয়েছে। গ্রাহক কোম্পানির সব নিয়ম মেনে চললে তিন বছর পরে এই টাকা ফেরৎ পেয়ে যাবেন। প্রত্যেক মাসে সঠিক রিচার্জ করালে তবেই এই টাকা ফেরৎ পাবেন গ্রাহক।

একই ভাবে কোন মোবাইল নেটওয়ার্কের সাথে হাত মিলিয়ে এইভাবেই ১ টাকায় স্মার্টফোন লঞ্চের কথা ঘোষনা করেছে Micromax। এই ফোনের সাথেই নির্দিষ্ট প্ল্যানে কিছু ডাটা ও ভয়েস কলিং এর সুবিধা পাওয়া যাবে।

অন্যদিকে সত্যিই ১ টাকায় নতুন ফোন লঞ্চ করতে পারে Micromax। মিডিয়ায় আকর্ষন তৈরীর জন্য অল্প কিছু ফোন ১ টাকায় বিক্রি করতে পারে কোম্পানি। Micromax এর এই ১ টাকার ফোনের পিছনে কি গল্প তা জানার জন্য আমাদের কোম্পানির লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

অনলাইনে কমিক পড়ার সেরা দশটি ওয়াবসাইটঅনলাইনে কমিক পড়ার সেরা দশটি ওয়াবসাইট

Best Mobiles in India

Read more about:
English summary
Micromax India has started to tease a new smartphone launch in the country, where the company is expected to launch a new phone for just Re 1 price tag. However, as of now, there is no information on either pricing or the specifications of the smartphone and even there is no information on the launch date.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X