আপনার অজান্তেই ফোনের ব্যাটারি শেষ করছে এই ২০টা অ্যাপ

By Gizbot Bureau
|

স্মার্টফোনে সব কাজের জন্য রয়েছে কেওটি করে অ্যাপ। বিশেষ করে করোনাকালে ঘরে বসে বিভিন্ন কাজ করার জন্য নতুন নতুন অ্যাপ সামনে এসেছে। আর এই সব অ্যাপ শুধু আপনার স্মার্টফোনের ডেটা আর স্টোরেজ নষ্ট করে বসে থাকে তা নয়, স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার জন্যেও দায়ী জনপ্রিয় কিছু অ্যাপ। সম্প্রতি এক রিপোর্টে এমনই ১০০ টি অ্যাপের তালিকা প্রকাশিত হয়েছে। দেখে নিন সেই তালিকার সেরা ২০টি অ্যাপ।

আপনার অজান্তেই ফোনের ব্যাটারি শেষ করছে এই ২০টা অ্যাপ

হোয়াটসঅ্যাপ

জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ স্মার্টফোনে ব্যাটারি শেষ করার অন্যতম কারণ।

ইনস্টাগ্রাম

হোয়াটসঅ্যাপের পরেই এই তালিকায় রয়েছে ইনস্টাগ্রাম। প্রসঙ্গত এই দুটি সোশ্যাল প্ল্যাটফর্মের মালিক ফেসবুক।

জুম

করোনাকালে ভিডিও কলের জনপ্রিয়তার পরেই সামনে এসেছে জুম অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে একসঙ্গে ১০০ জন ভিডিও কনফারেন্সে যোগ দিতে পারেন।

উবার

জনপ্রিয় এই ক্যাব অ্যাপও ফোনের ব্যাটারি শেষ করার অন্যতম কারণ।

ইউটিউব

গুগলের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। এটা বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম।

আমাজন

এই ই-কমার্স অ্যাপের জন্যেও ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়। '

টিন্ডার

জনপ্রিয় এই ডেটিং অ্যাপও ফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার অন্যতম কারণ।

ফেসবুক

ব্যাটারি খরচের তালিকায় জায়গা করে নিয়েছে ফেসবুক অ্যাপও।

লিঙ্কড ইন

প্রফেশনাল এই সোশ্যাল মিডিয়া অ্যাপও স্মার্টফোনে ব্যাটারি নষ্ট করে।

টেলিগ্রাম

হোয়াটসঅ্যাপের মতোই টেলিগ্রাম ব্যবহার করলেও ফোনের ব্যাটারি দ্রুত শেষ হবে।

স্ন্যাপচ্যাট

এই সোশ্যাল মিডিয়া অ্যাপও ফোনের ব্যাটারি দ্রুত শেষ করে।

স্কাইপ

জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস ভিডিও কলের জন্য জনপ্রিয়।

ফিটবিট

ফিটবিট কোম্পানির সব ফিটনেস ব্যান্ড ও স্মার্টওয়াচ কানেক্ট করার জন্য এই অ্যাপ ব্যবহার হয়।

মাই ভেরাইজন

জনপ্রিয় মার্কিন নেটওয়ার্ক কোম্পানি ভেরাইজেন গ্রাহকদের জন্য এই অ্যাপ ডিজাইন করা হয়েছে।

এয়ারবিএনবি

এটা ঘর ভাড়া নেওয়ার অ্যাপ। কোথায় ঘুরতে গেলে কাজে লাগবে।

বিগো লাইভ

এটা লাইভ স্ট্রিম অ্যাপ। বিশ্বব্যাপী মানুষের সঙ্গে লাইভ স্ট্রিমের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব।

বুকিং ডট কম

হোটেল ও হস্টেল বুকিং অ্যাপ। এখানে মিলবে আকর্ষণীয় ডিসকাউন্ট।

Bumble

এটা অনলাইন ডেটিং অ্যাপ।

গ্রিন্ডার

সমকামীদের ডেটিং অ্যাপ গ্রিন্ডার।

লাইকি

এটা ছোট ভিডিও তৈরি করে পাবলিশ করার অ্যাপ।

Best Mobiles in India

Read more about:
English summary
Mobile Battery Draining? These Popular Apps Could Be The Reason: See Full List

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X