এক নজরে দেখে নিন Samsung Galaxy S সিরিজের ফোনগুলি

|

গত ৫ বছরে বিপুল পরিবর্তন উন্নতি ঘটেছে স্মার্টফোন দুনিয়ায়। এই প্রতিযোগিতায় অন্যতম অগ্রদূত অবশ্যই স্যামসাং। স্যামসাং অন্যতম কোম্পানি যারা সমস্ত বাজেট রেঞ্জে ফোন বাজারে আছে।

এক নজরে দেখে নিন Samsung Galaxy S সিরিজের ফোনগুলি

যদিও হাই এন্ড ডিভাইসে সবসময় পরীক্ষা-নিরীক্ষা চালাতে থাকে এই কোরীয় কোম্পানিটি। আসুন এক নজরে দেখে নেওয়া যাক গত কয়েক বছরে কোম্পানির ফ্ল্যাগশিপ Galaxy S সিরিজের ফোনের বিবর্তন।

Samsung Galaxy S

Samsung Galaxy S

গত ২০১০ এ Samsung Galaxy S লঞ্চের মাধ্যমে শুরু হয়েছিল কোম্পানির সাফল্যের ইতিহাস। সেই সময় এই ফোনে ছিল ৪ ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। এই ফোনে ছিল কোম্পানির নিজস্ব হামিংবার্ড চিপসেট। যদিও এটি কোন দিক থেকেই একটি পারফেক্ট স্মার্টফোন ছিল না, কিন্তু এই ফোনের মাধ্যমেই শুরু হয় স্মার্টফোন দুনিয়ায় স্যামসাং-এর সাফল্যের ইতিহাস।

Samsung Galaxy SII

Samsung Galaxy SII

২০১১ সালের ২৮ এপ্রিল লঞ্চ হয়েছিল এই ফ্ল্যাগশিপ ফোনটি। বছরের সেরা স্মার্টফোনের তকমা পেয়েছিল Samsung Galaxy SII, সেই সময় এটি ছিল বিশ্বের সবথেকে পাতলা স্মার্টফোন। ফোনটি মাত্র ৮.৪৯ মিমি পাতলা। যদিও ডিজাইনের জন্য কিছুটা বাজার নষ্ট হয়েছিল এই ফোনের।

Samsung Galaxy SIII
 

Samsung Galaxy SIII

২২ মে ২০১২ তে লঞ্চ হয়েছিল এই ফ্ল্যাগশিপ। প্লাস্টিক বডি হওয়ায় এই ফোনটি দেখে মনে হতো কম দামী ফোন। যদিও ফোনের কনফিগারেশান ছিল ধাশু।

Samsung Galaxy S4

Samsung Galaxy S4

২৭ এপ্রিল ২০১৩ তে লঞ্চ হয় Samsung Galaxy S4। এবার আগের ভুল গুলি শুধরে দারুন ডিজাইন ও প্রসেসার গ্রাহকদের মন জয় করে নেয়। নতুন টাচউইজ ফোনের ইমেজ বদলে দেয় গ্রাহকদের কাছে। যদিও ফোনের সামনের ডিজাইন এক থাকায় সমালোচনার সম্মুখিন হয় স্যামসাং।

দাম কমলো Smartron srt.phone -এরদাম কমলো Smartron srt.phone -এর

Samsung Galaxy S5

Samsung Galaxy S5

কোম্পানি আবারও ডিজাইন বিপর্যয়ের মুখোমুখি হয় Samsung Galaxy S5 এর মাধ্যমে। এটি ছিল প্রথম ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্ট ফোন। যদিও ফোনের কনফিগারেশান দারুন হউয়া সত্ত্বেও ডিজাইনের জন্য ফেল করে এই ফোনটি।

Samsung Galaxy S6 series

Samsung Galaxy S6 series

পুরোনো ভুল থেকে শিক্ষা নিয়ে অবশেষে ডিজাইনে সাফল্যের মুখ দেখে Samsung Galaxy S6 ও S6 Edge এর হাত ধরে। প্লাস্টিক বাদ দিয়ে অবশেষে মেটাল ও গ্লাস বডি বানানোর সিদ্ধান্ত নেয় কোম্পানি। সাফল্য আসে তার হাত ধরেই।

যদিও এবার ব্যাটারির জন্য সমালোচলার মুখে পড়ে কোম্পানি। যদিও কার্ভড ডিসপ্লের জন্য গ্রাহকদের মন জেতে এই ফোন।

Samsung Galaxy S7 series

Samsung Galaxy S7 series

S6 সিরিজের ভুল থেকে শিখে স্যামসাং লঞ্চ করে Samsung Galaxy S7 series। এটি সেই সময়ের অন্যতম সেরা স্মার্টফোন। দারুন ক্যামেরা, তুখর ডিজাইন। লেটেস্ট প্রসেসার ও ভালো ব্যাটারি দিয়ে গ্রাহকদের মন জয় করে এই ফোন।

Samsung Galaxy S8 series

Samsung Galaxy S8 series

স্যামসাং Galaxy S সিরিজের লেটেস্ট ফোন Samsung Galaxy S8 series -এর ফোনদুটি। এটি Galaxy S সিরিজের প্রথম ফোন যাতে ১৮.৫:৯ অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে রয়েছে।

এই ফোনের অন্যতম প্রধাণ আকর্ষণ বিস্ক-বি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এই ফোনে রয়েছে ওয়ারলেস চার্জিং ও ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে আইরিস স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেসিয়াল রেকগনিশান।

Best Mobiles in India

Read more about:
English summary
The smartphone industry has witnessed an amazing growth in the past four to five years with the invention of new technology in various departments. In this article, we have compiled the evolution of Samsung S series.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X