বাতিল হল নেটওয়ার্ক চার্জ, আরও সস্তা হচ্ছে Tata Sky আর Sun Direct

By Gizbot Bureau
|

সম্প্রতি টেলিভিশন চ্যানেল ব্রডকাস্টিং এ নতুন ফ্রেমওয়ার্ক নিয়ে এসেছে ট্রাই। এর ফলে শুধুমাত্র যে চ্যানেল গুলি দেখতে চান তা পছন্দ করতে পারবেন। খাতায় কলমে এই নিয়ম শুনতে ভাল মনে হলেও প্রয়োগের ক্ষেত্রে কাল ঘাম ছুটে যাচ্ছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার। এমনকি কয়েকটি ক্ষেত্রে নতুন নিয়মে গ্রাহককে আগের থেকে বেশি টাকা খরচ করতে হচ্ছে। এর জন্য দায়ী সম্প্রতি চালু হওয়া নতুন নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি (NCF)।

বাতিল হল নেটওয়ার্ক চার্জ, আরও সস্তা হচ্ছে Tata Sky আর Sun Direct

এই সমস্যা থেকে গ্রাহক কে মুক্তি দিতে সব ধরনের নেটওয়ার্ক চার্জ তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করল Tata Sky আর Sun Direct। এর ফলে এই দুই ডিটিএইচ গ্রাহকের মাসিক টিভি দেখার খরচ এক ধাক্কায় অনেকটা কমে যাবে। সব চ্যানেলের জন্য নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে Sun Direct। অর্থাৎ Sun Direct গ্রাহকরা মাসে ১৫৩ টাকায় (১৩০ টাকা + ১৮% জিএসটি) সব ফ্রি টু এয়ার চ্যানেল দেখতে পাবেন। বৃহস্পতিবার টেলিকম টক ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে এই খবর জানানো হয়েছে।

অন্যান্য সব ডিটিএইচ কোম্পানিগুলি প্রত্যেক ফ্রি টু এয়ার চ্যানেলের জন্য ২০-২৫ টাকা নেটওয়ার্ক চার্জ নিলেও Sun Direct জানিয়েছে ১০০ টি ফ্রি টু এয়ার চ্যানেলের জন্য কোন নেটওয়ার্ক চার্জ নেওয়া হবে না। ১০০ টি ফ্রি টু এয়ার চ্যানেল ও ১০ টি পেইড চ্যানেল দেখতে Sun Direct এ খরচ হবে ২০৩ টাকা।

Sun Direct এর মতই নেটওয়ার্ক চার্জ নেওয়া হবে না বলে Tata Sky। তবে সব চ্যানেল নয়, নির্বাচিত কিছু চ্যানেলের নেটওয়ার্ক চার্জ বাতিল করেছে Tata Sky। এর সাথেই ডিটিএইচ প্রোভাইডাররা কিছু অ্যাড অন ও কম্বো প্যাক নিয়ে এসেছে। ৫ টাকা থেকে এই প্যাকের দাম শুরু হচ্ছে।

Best Mobiles in India

Read more about:
English summary
Monthly DTH bills to go down as Sun Direct and Tata Sky do away with network charges

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X