লঞ্চ হল নতুন Moto 1s

|

মটোরোলা লঞ্চ করলো তাদের লেটেস্ট স্মার্টফোন Moto 1s। চীনে গতকাল এক ইভেন্টে এই ফোন লঞ্চ করেছে তারা। গত এপ্রিলে লঞ্চ হওয়া মটো জি৬ এর মাথে অনেকটাই মিল রয়েছে এই স্মার্টফোনের। এই ফোনে থাকবে অ্যানড্রয়েড ওরিও ৮.০। এছাড়াও রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা ও 3000mAh ব্যাটারি।

লঞ্চ হল নতুন Moto 1s

ভিক্টোরিয়া ব্লু ও চার্লেট পাউডার কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে মটোরোলার লেটেস্ট এই ফোনটি। চীনে এই ফোনের দাম ১৪৯৯ ইউয়ান (প্রায় ১৫,৯০০ টাকা)। ইতিমধ্যেই কোম্পানির ওয়েবসাইটে শুরু হয়ে গিয়েছে এই ফোনের বিক্রি। যদিও ভারতে কবে এই ফোন লঞ্চ হবে তা এখনো জানানো হয়নি মটোরোলার তরফে।

স্পেসিফিকেশান

ডুয়াল সিম Moto 1s এ রয়েছে প্রিলোডেড অ্যানড্রয়েড ওরিও ৮.০। এছাড়াও ফোনের উপরে রয়েছে ৫.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসার আর 4GB RAM।

২০১৮ সালে লঞ্চ হওয়া বাকি সব ফোনের মতোই Moto 1s এর পিছনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ডুয়াল ক্যামেরা সেট আপ এর প্রাইমারী সেন্সারটি ১২ মেগাপিক্সেল আর রয়েছে একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারী সেন্সার। প্রধাণত ব্যাকগ্রাউন্ড ব্লার বা ব্যাকগ্রাউন্ড বদল করতে কাজে লাগে এই ডুয়াল ক্যামেরা সেট আপ। এছাড়াও Moto 1s এ রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

64GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন Moto 1s। যদিও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে এই ফোনের স্টোরেজ। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে একটি 3000 mAh ব্যাটারি ও সব ধরনের সেন্সার। উল্লেখযোগ্যভাবে ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটি রয়েছে ফোনের পিছনে। এছাড়াও এই ফনে রয়েছে ডলবি ওডিও টেকনোলজি ও ওয়াটার প্রুফ কোটিং।

লঞ্চ হল নতুন Oppo Realme 1: 6GB RAM আর 3410 mAh ব্যাটারিলঞ্চ হল নতুন Oppo Realme 1: 6GB RAM আর 3410 mAh ব্যাটারি

Best Mobiles in India

Read more about:
English summary
The dual-SIM (Nano) Moto 1s runs Android 8.0 Oreo with the company's ZUI 3.5 skin on top. It sports a 5.7-inch (1080x2160 pixels) full-HD+ display with 18:9 aspect ratio.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X