Moto E5 এর থেকে কতটা আলাদা Moto E5 Plus? দাম, ফিচার ও স্পেসিফিকেশান

By GizBot Bureau
|

কোম্পানির Moto E সিরিজের লেটেস্ট দুটি স্মার্টফোন ভারতে লঞ্চ করেছে মোটোরোলা। মঙ্গলবার নতুন দিল্লিতে এক ইভেন্টে Moto E5 আর Moto E5 Plus ফোনদুটি লঞ্চ করেছে কোম্পানি। ২০১৮ সালের অন্যান্য ফোনের মতোই এই দুটি ফোনেও রয়েছে ১৮:৯ ডিসপ্লে। ভারতে Moto E5 এর দাম ৯,৯৯৯ টাকা। অন্যদিকে Moto E5 Plus এর দাম ১১,৯৯৯ টাকা।

Moto E5 এর থেকে কতটা আলাদা Moto E5 Plus? দাম, ফিচার ও স্পেসিফিকেশান

বাজেট স্মার্টফোনের সব মশলা মজুত রয়েছে এই দুটি ফোনে। আকারে Moto E5 এর থেকে কিছুটা বড় Moto E5 Plus এর আলাদা চিপসেট, ব্যাটারি সহ একাধিক পরিবর্তন রয়েছে। আসুন দেখে নি Moto E5 Plus এর থেকে করটা আলাদা Moto E5?

ডিজাইন ও ডিসপ্লে

সামনে থেকে দুটি ফোনেই একই ধরনের লুক ব্যবহার করা হয়েছে। তবে পিছন থেকে ফোন্দুটি দেখলে তফাৎ বোঝা সম্ভব। Moto E5 এ সাধারন ব্যাক প্যানেল ব্যবহার হয়েছে। অন্যদিকে Moto E5 Plus এ ব্যবহার হয়েছে থ্রি ডি পলিমার গ্লাস ডিজাইন। Moto E5 Plus ডিজাইন অনেকটাই কোম্পানির Moto G সিরিজের ফোনগুলির থেকে অনুপ্রাণিত।

Moto E5 আর Moto E5 Plus দুটি ফোনের একটি স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট কোটিং ব্যবহার করেছে Motorola। তবে এই ফোন দুটি কোন ভাবেই ওয়াটার রেজিস্ট্যান্ট নয়।

ক্যামেরা ও সফটওয়্যার

Moto E5 এ একটি ১৩ মেগাপিক্সেল সিঙ্গেল রিয়ার ক্যামেরা রয়েছে। এর সাথেই রয়েছে একটি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অন্যদিকে Moto E5 Plus এ রয়েছে একটি ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। তবে এই ক্যামেরার সাথে PDAF, লেজার অটোফোকাস ও LED ফ্ল্যাশ রয়েছে। এছাড়াও Moto E5 Plus এর সামনে একটি f/2.2 ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এর সাথেই রয়েছে একটি সেলফি ফ্ল্যাশ। দুটি ফোনের প্রিলোডেড থাকবে Android 8.0 Oreo।

প্রসেসার, RAM ও স্টোরেজ

Moto E5 এর ভিতরে রয়েছে একটি Snapdragon 425 চিপসেট। অন্যদিকে Moto E5 Plus এ রয়েছে একটি Snapdragon 430 চিপসেট। Moto E5 এ থাকবে 2GB RAM আর 16GB স্টোরেজ। Moto E5 Plus এ থাকবে 3GB RAM আর 32GB স্টোরেজ। দুটি ফোনেই microSD কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।

ব্যাটারি

এই দুটি ফোনের অন্যতম প্রধান আকর্ষন ফোনের বিশাল ব্যাটারি। Moto E5 এ আছে একটি 4000 mAh ব্যাটারি। Moto E5 Plus এ এর থেকেও বড় 5000 mAh ব্যবহার করা হয়েছে। দুটি ফোনেই কোম্পানির টার্বো চার্জিং এর মাধ্যমে জলদি চার্জ করা সম্ভব হবে।

ইতিমধ্যেই এই দুটি ফোনের বিক্রি শুরু হয়ে গিয়েছে। শুধুমাত্র Amazon.in ও Moto Hub স্টর থেকে Moto E5 Plus কেনা যাবে। অন্যদিকে অনলাইন ও অফলাইন দুই জায়গা থেকেই গ্রাহকরা Moto E5 কিনতে পারবেন।

OnePlus 6 থেকে Redmi Y2, Amazon-এ সেরা পাঁচটি স্মার্টফোনOnePlus 6 থেকে Redmi Y2, Amazon-এ সেরা পাঁচটি স্মার্টফোন

Best Mobiles in India

Read more about:
English summary
Moto E5 vs Moto E5 Plus: A look at the specification and price comparison of the fifth generation Moto E series smartphones

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X