লঞ্চ হল Moto G6, G6 Plus আর G6 Play: স্পেসিফিকেশান ও ফিচার্স

|

গত কয়েক মাসে অসংখ্য স্পেসিফিকেশান ফাঁস হওয়ার পরে অবশেষে বাজারে এলো Moto G6, Moto G6 Plus, আর Moto G6 Play। এই তিনটি ফোনের মধ্যে Moto G6 Plus বাকি দুটি ফোনের থেকে বড ডিসপ্লে, ফাস্টার প্রসেসার ও বেশি র‍্যামের জন্য এগিয়ে আছে বাকি দুটি ফোনের থেকে। G সিরিজের তিনটি ফোন ছাড়াও মোটোরোলা লঞ্চ করেছে Moto E5 Plus আর Moto E5 Play নামের দুটি স্মার্টফোন।

 

আজ থেকে ব্রাজিলে বিক্রি শুরু হবে Moto G6, Moto G6 Plus, আর Moto G6 Play এর। এছাড়াও আগামি সপ্তাহে মেক্সিকোতে শুরু হবে এই ফোনের বিক্রি। এছাড়াও এশিয়া, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকার বাকি দেশে এই ফোনের বিক্রি শুরু হবে আগামি ২ মাসের মধ্যে।

Moto G6 এর দাম ২৪৯ মার্কিন ডলার (প্রায় ১৬,৫০০ টাকা)। অন্যদিকে Moto G6 Play কেনার জন্য খরচ করতে হবে ১৯৯ মার্কিন ডলার (প্রায় ১৩,০০০ টাকা)। আর হাই এন্ড Moto G6 Plus এর দাম রাখা হয়েছে প্রায় ২৪,৩৫০ টাকা। ভারতে কবে এই ফোন লঞ্চ হবে সেই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি কোম্পানির তরফে।

স্পেসিফিকেশান

Moto G6 Plus

Moto G6 Plus

Moto G6 Plus এ রয়েছে ৫.৯৩ ইঞ্চি ডিসপ্লে ১৮:৯ অ্যাসপেক্ট রেশিও FHD+ (১০৮০x২১৬০ পিক্সেলস) ডিসপ্লে। এই ফোনে প্রিলোডেড থাকবে অ্যানড্রয়েড ওরিও। এছাড়াও Moto G6 Plus এ রয়েছে ডুয়াল সিম সাপোর্ট। ফোনের ভিতরে রয়েছে 2.2GHz অক্টা-কোর Snapdragon 630 প্রসেসার, সাথে রয়েছে Adreno 508 GPU আর 4GB RAM।

Moto G6 Plus এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। প্রাইমারী সেন্সারের রেসোলিউশান 12MP, ৭৮ ডিগ্রি লেন্স আর f/1.7 অ্যাপারচার। সেকেন্ডারী ক্যামেরার রেসোলিউশান 5MP, ৭৯ ডিগ্রি লেন্স আর f/2.2 অ্যাপারচার। এছাড়াও Moto G6 Plus এর সামনে রয়েছে 8MP সেলফি ক্যামেরা। ফোনের ফিছনে রয়েছে ডুয়াল লেন্স, ডুয়াল টোন LED ফ্ল্যাশ, এছাড়াও কম আলোতে সেলফি তোলার জন্য রয়েছে সেলফি ফ্ল্যাশ।

Moto G6 Plus এর ইন্টারনাল মেমোরি 64GB। কিন্তু মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনের মেমোরি 128 GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi, Bluetooth 5.0, USB Type-C, NFC, ৩.৫ মিমি অডিও জ্যাক ও বাকি সব সাধারণ সেন্সার। Moto G6 Plus এর ভিতরে রয়েছে 3200mAh ব্যাটারি। মোটোরোলার টার্বো চার্জের মাধ্যমে ১৫ মিনিটের চার্জে ৭ ঘন্টা ব্যাবহার করা যাবে এই ফোনটি। এছাড়াও Moto G6 Plus এর ওজন ১৬৫ গ্রাম।

 

 Moto G6
 

Moto G6

Moto G6 এ রয়েছে Moto G6 Plus এ রয়েছে ৫.৭ ইঞ্চি ডিসপ্লে ১৮:৯ অ্যাসপেক্ট রেশিও FHD+ (১০৮০x২১৬০ পিক্সেলস) ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে 1.8­GHz অক্টা-কোর Snapdragon 450 প্রসেসার, সাথে রয়েছে Adreno 506 GPU আর 3GB RAM। এই ফোনে প্রিলোডেড থাকবে অ্যানড্রয়েড ওরিও। এছাড়াও Moto G6 এ রয়েছে ডুয়াল ন্যানো সিম সাপোর্ট।

Moto G6 এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। প্রাইমারী সেন্সারের রেসোলিউশান 12MP, ৭৬ ডিগ্রি লেন্স আর f/1.8 অ্যাপারচার। সেকেন্ডারী ক্যামেরার রেসোলিউশান 5MP, ৭৯ ডিগ্রি লেন্স আর f/2.2 অ্যাপারচার। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল টোন রিয়ার ফ্ল্যাশ, আর ফেলফি ফ্ল্যাশ।

32GB ইন্টারনাল স্টোরেজ থাকবে Moto G6 এ। যদিও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে এই ফোনের স্টোরেজ। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi, Bluetooth 4.2, USB Type-C, NFC, ৩.৫ মিমি অডিও জ্যাক ও বাকি সব সাধারণ সেন্সার। Moto G6 এর ভিতরে রয়েছে 3000mAh ব্যাটারি। মোটোরোলার টার্বো চার্জ সাপোর্ট রয়েছে Moto G6 এ। Moto G6 পাওয়া যাবে ইন্ডিগো আর সিলভার কালার ভেরিয়েন্টে।

নতুন ইন্টারনেট ব্রাউজার লঞ্চ করলো অ্যামাজননতুন ইন্টারনেট ব্রাউজার লঞ্চ করলো অ্যামাজন

Moto G6 Play

Moto G6 Play

Moto G6 Play তে রয়েছে ৫.৭ ইঞ্চি ডিসপ্লে ১৮:৯ অ্যাসপেক্ট রেশিও HD+ (720x১১৪০ পিক্সেলস) ডিসপ্লে। এই ফোনের রয়েছে প্রিলোডেড অ্যানড্রয়েড ওরিও আর ডুয়াল সিম সাপোর্ট। Moto G6 Play এর ভিতরে রয়েছে 1.40GHz অক্টা-কোর Snapdragon 430 প্রসেসার, সাথে রয়েছে Adreno 505 GPU আর 3GB RAM। এছাড়াও রয়েছে 32GB ইন্টারনাল স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত বাড়িয়ে নাওয়া যাবে। Moto G6 Play এ রয়েছে সিঙ্গেল 13MP রিয়ার ক্যামেরা। সাথে রয়েছে সিঙ্গেল LED ফ্ল্যাশ। এছাড়াও সেলফি ফ্ল্যাশের সাথে ফোনের সামনে আছে 8MP সেলফি ক্যামেরা।

এই ফোনের প্রধান আকর্ষণ অবশ্যই ফোনের ভিতরে থাকা 4000mAh ব্যাটারি। সাতঘে রয়েছে মোটরোলার নিজস্ব টার্বো চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi, Bluetooth 4.2, USB Type-C, NFC, ৩.৫ মিমি অডিও জ্যাক ও বাকি সব সাধারণ সেন্সার। ইন্ডিগো আর গোল্ড কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে Moto G6 Play।

Best Mobiles in India

Read more about:
English summary
After long wait finally New Moto G6, Moto G6 Plus and Moto G6 Play Launched. Moto G6 Plus is the big brother of these for it's faster processor, larger RAM. Also Moto G6 Play has a big 4000 mAh capacity battery. all three phones comes with pre-loaded Android OreO, Dual Sim support and TurboCharging feature.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X