লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Motorola -র এই ফোনটি

|

আগামী ৬ জুন ব্রাজিলে লঞ্চ হবে Moto Z3 Play। মটোরোলার মডিউলার সিরিজে এটি হতে চলেছে শেষ ফোন। যদিও এর জন্য গ্রাহকদের উত্তেজনার পারদ কমে এতোটুকু। আর সম্রতি এক রিপোর্টে জানা গেল 5G Moto Mod এর সাথে লঞ্চ হবে নতুন এই মডিউলার ফোন।

লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Motorola -র এই ফোনটি

XDA-Developers ফোরামে সম্প্রতি এক রিপোর্টে ফাঁস হয়ে গিয়েছে Moto Z3 Play এর ছবি। এর সাথেই দেখা যাচ্ছে কোম্পানিরব 5G Moto Mod। শুধু ছবিই নয় এই রিপোর্ট ফাঁস করে দিয়েছে Moto Z3 Play এর স্পেসিফিকেশান।

ডিজাইন

উপরে ছবিতে এই স্মার্টফোন ও Moto Mod ডিভাইসদুটিকে পাশাপাশি দেখা যাচ্ছে। এই স্মার্টফোনে ডিসপ্লের চারপাশে বেজেল খুবই ছোট হয়ে গিয়েছে। কোম্পানির নতুন ম্যাক্সভিশান ডিসপ্লের কারনেই ছট করা গিয়েছে ডিসপ্লে বেজেল। যদিও ফোনের সামনে দেখা যায়নি কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। কিন্তু Moto Z3 Play মডিউলার ফোন হওয়ার কারনে ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যাবহার করা সম্ভব না। আশা করা হচ্ছে Moto Z3 Play তে প্রিলোডেড থাকবে অ্যানড্রয়েড ওরিও ৮.১।

5G Moto Mod

ছবিতে এই ফোনের পাশেই দেখা গিয়েছে একটি মডিউল। এই মডিউলটি ফোনের পিছনে লাগিয়ে 5G নেটওয়ার্ক কানেক্টিভিটি পাওয়া যাবে Z সিরিজের যে কোন ফোনে।

Moto Z3 Play স্পেসিফিকেশান

আগেই জানানো হয়েছে ফাঁস হওয়া রিপোর্টে জানা গিয়েছে Moto Z3 Play এর উল্লেখযোগ্য স্পেসিফিকেশান। এই ফোনে থাকবে ৬ ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 636 চিপসেট, 4GB RAM, 32GB ইণতারনাল স্টোরেজ। এছাড়াও Moto Z3 Play এর ভিতরে থাকবে একটী 3000mAh ব্যাটারি।

ডাটা কেবেল ছাড়াই কম্পিউটার থেকে ফোনে ফাইল ট্রান্সফার করবেন কিভাবে?ডাটা কেবেল ছাড়াই কম্পিউটার থেকে ফোনে ফাইল ট্রান্সফার করবেন কিভাবে?

Best Mobiles in India

Read more about:
English summary
Moto Z3 Play could be the last one to be launched in the modular series.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X