৪ হাজার এমএএইচ ব্যাটারির মোটোরোলা মোটো ই৫ এবং ই৫ প্লাস এফসিসি অ্যাপ্রুভাল পেয়ে গেল

By Sabyasachi Chakraborty
|

এফসিসি সার্টিফিকেশন সাইটে দুটি মোটোরোলা ফোনের অ্যাপ্রুভাল মিলে গিয়েছে। মডেল নং XT1922-4 এবং XT1922-5 ফোন সার্টিফায়েড। অনেকে বলছেন, এই দুটি মডেলের ফোনই নাকি Moto E5 এবং Moto E5 Plus. এর আগেও এই দুটি স্মার্টফোন নিয়ে জল্পনা ছিল, তবে এফসিসি অ্যাপ্রুভাল মানে নিশ্চিত এ দুটি বাজারে আসছেই। তবে এফসিসি ডকুমেন্টে অবশ্য বেশি কিছু ইনফো নেই।

 
৪ হাজার এমএএইচ ব্যাটারির মোটোরোলা মোটো ই৫ এবং ই৫ প্লাস এফসিসি

তবে যেটুকু রয়েছে তাতে জানা গিয়েছে, এই ফোন দুটির ৪০০০এমএএইচ ব্যাটারি। যদি তাই হয় তাহলে মোটো ই৪-এর চেয়ে এর প্রসেসর অনেক বেশি আপগ্রেডেড হওয়ার কথা। কারণ ই ফোরে ব্যাটারি ছিল ২৮০০ এমএএইচ। ৪০০০ এমএএইচ ব্যাটারি ছাড়াও মোটো ই৫ মোটোরোলার বাজেট স্মার্টফোন।

 

মোটো ই৫–এর গোল্ড কালার ফোনের ছবি সম্প্রতি অনলাইনে এসে গিয়েছে। ছবি বলছে আগের ফোনগুলির থেকে আপকামিং ফোন অনেক বেশি গুডলুকিং। ফলে মোটো ই৪-এ থেকে মোটো ই৫-এর পার্থক্য কিন্তু অনেকটাই বেশি হবে।

ডিজাইনের কথা যদি বলা যায়, মোটো ই৫-এর রিয়ারে গোল ক্যামেরা মডিউল। এরসঙ্গেই রয়েছে এলইডি ফ্ল্যাশ। আগের মোটোরোলা ফোনগুলোর মতো অনেকটা দেখতে। ফ্রন্ট ক্যামেরায় অবশ্য ফ্ল্যাশ নেই।

কেন আগামি মাসে লঞ্চ হবে না Huawei P11?কেন আগামি মাসে লঞ্চ হবে না Huawei P11?

আগেই যেটা বলা হল, নতুন এই ফোনের ডিজাইনে ভালরকম চেঞ্জ রয়েছে। প্রসেসর ছাড়াও এই স্মার্টফোনে সম্ভবত রিয়ার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ব্যাক কভারে মোটোর লোগোওয়ালা ডিম্পল থাকতে পারে। আর সেটাই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবেও কাজ করবে।

আর স্পেসিফিকেশনের কথা যেটুকু বোঝা যাচ্ছে, তাতে Motorola Moto E5-এর ৫ ইঞ্চি ডিসপ্লে। অ্যাসপেক্ট রেশিও ১৬:৯ হতে পারে। ডিসপ্লে সাইজ বা ধরণ নিয়ে কোনও ইনফো এখনও পর্যন্ত নেই। আগেরগুলির মতো এই স্মার্টফোনেরও মিডিয়া টেক প্রসেসরই থাকবে। সম্ভবত এপ্রিলে লঞ্চ করতে পারে Motorola-র ই৫। মোটামুটি হাজার সাতেক দাম হতে পারে।

Best Mobiles in India

Read more about:
English summary
Motorola seems to be prepping the launch of two new smartphones and they have been spotted on FCC certification site. Carrying the model numbers XT1922-4 and XT1922-5, they are rumored to be the Moto E5 and Moto E5 Plus. According to the FCC document, the Moto E5 and Moto E5 Plus may pack a large 4,000mAh battery.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X