স্টক অ্যানড্রয়েড সহ লঞ্চ হল নতুন Motorola One Power

By GizBot Bureau
|

সম্প্রতি একাধিক ফোন প্রস্তুতকারী সংস্থার সাথে হাত মিলিয়ে একাধিক স্টক অ্যানড্রয়েডের Android One স্মার্টফোন লঞ্চ করছে Google। এই তালিকায় নতুন নাম Motorola One আর Motorola One Power। এই দুটি ফোনেই লেটেস্ট স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে। আকই সাথে জলদি পৌঁছে যাবে লেটেস্ট অ্যানড্রয়েড আপডেট আর মাসিক সিকিউরিটি প্যাচ। এর সাথেই Motorola One আর Motorola One Power স্মার্টফোনের ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ।

স্টক অ্যানড্রয়েড সহ লঞ্চ হল নতুন Motorola One Power

কত দাম? কোথায় পাবেন?

Motorola One এর দাম ২৯৯ ইউরো (প্রায় ২৪,৮০০ টাকা)। সেপ্টেম্বর মাসে এশিয়া, ইউরোপ ও লাতিন আমেরিকার একাধিক দেশে এই ফোন বিক্রি শুরু হবে। অন্যদিকে ভারতে অক্টোবর মাসে লঞ্চ হবে Motorola One Power। স্মার্টফোনের স্পেসিফিকেশান দেখে মনে হচ্ছে ২০,০০০ টাকার কাছাকাছি দামে ভারতে আসবে এই ফোন।

Motorola One স্পেসিফিকেশান

Motorola Oneএ থাকবে একটি ৫.৯ ইঞ্চি IPS HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে একটি নচ। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 625 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য এই ফোনে থেকবে একটি ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি ১৩ মেগাপিক্সেল। সেলফি তোলার জন্য Motorola Oneতে থাকছে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Motorola One এ থাকবে Wi-Fi 802.11 a/b/g/n, Bluetooth 4.2 Low Energy, GPS সাথে A-GPS, GLONASS আর 4G VoLTE। এর সাথেই ফোনের ভিতরে থাকবে একটি 3000 mAh ব্যাটারি।

Motorola One Power স্পেসিফিকেশান

Motorola One Power এ থাকবে একটি 6.2 ইঞ্চি ম্যাক্স ভিশান FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Motorola One Power এ থাকবে ১৬ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকবে একটি ১২ মেগাপিক্সেল সেলফি শুটার।

কানেক্টিভিটির জন্য Motorola One Power তে থাকবে Wi-Fi 802.11 a/b/g/n/ac dual-band, Bluetooth 5.0 Low Energy, GPS সাথে A-GPS, GLONASS, BeiDou, USB Type-C আর 4G VoLTE। Motorola One Power এর ভিতরে একটি অপেক্ষাকৃত বড় 4850 mAh ব্যাটারি থাকবে।

Best Mobiles in India

Read more about:
English summary
The Motorola One Power will be launched in markets across Europe, Latin America, and the Asia Pacific in the coming months, while the device will arrive in India in October.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X