দেখে নিন Motorola One Power ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশান

By GizBot Bureau
|

সম্প্রতি চিনে নতুন P30 স্মার্টফোন লঞ্চ করেছে Motorola। কিছু দিনের মধ্যেই সেই দেশে P30 Note আর P30 Play স্মার্টফোন লঞ্চ করবে কোম্পানি। তবে এই ফোন ছাড়াও শিঘ্রই বাজারে আরও স্মার্টফোন নিয়ে আসতে চলেছে Motorola।

দেখে নিন Motorola One Power ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশান

ইতিমিধ্যেই একাধিক রিপোর্টে জানা গিয়েছে Motorola One আর Motorola One Power ফোন দুটি বাজারে আসবে। ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশান ওয়েবসাইটে এই দুটি ফোনকে দেখা গিয়েছে। ইতিমধ্যেই এই দুটি ফোনের ছবিও সামনে এসেছে।

এবার 91mobiles ওয়েবসাইটে Motorola One Power ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশান ফাঁস হয়ে গেল। নতুন এই রিপোর্টে জানা গিয়েছে Motorola One Power ফোনে ইউনিবডি ডিজাইন থাকবে। ডিসপ্লের উপরে কালো নচে ফোনে সেলফি ক্যামেরা থাকবে। এর সাথেই থাকবে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা আর LED ফ্ল্যাশ। Motorola One Power ফোনের পিছনে ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর নীচে ফোনের ৩.৫ মিমি হেডফোন জ্যাক থাকবে।

Motorola One Power স্পেসিফিকেশান

Motorola One Power ফোনে থাকবে একটি ৬.১৮ ইঞ্চি FHD+ ডিসপ্লে।। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। Motorola One Power এ চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Motorola One Power এর ভিতরে থাকবে একটি Snapdragon 636চিওপসেট। এর সাথেই থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Motorola One Power ফোনের পিছনে একটি ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে।। এই ক্যামেরায় থাকবে একটি ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। এর সাথেই এই ক্যামেরায় একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার থাকবে। এর সাথেই থাকবে LED ফ্ল্যাশ সেলফি তোলার জন্য Motorola One Power ফোনের সামনে ডিসপ্লের উপরে কালো নচে একটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। কম আলোতে সেলফি তোলার জন্য ফোনের সামনেও থাকবে একটি LED ফ্ল্যাশ।

ফাঁস হওয়া রিপোর্টে জানা গিয়েছে নতুন Motorola One Power ফোনের ভিতরে একটি বিশাল 5000 mAh ব্যাটারি থাকবে। এর সাথেই থাকবে 15W ফাস্ট চার্জিং। বিশাল এই ব্যাটারি Asus ZenFon Max Pro M1 ফোনকে বাজারে কড়া প্রতিযোগিতার সামনে হাজির করবে।

Best Mobiles in India

Read more about:
English summary
The complete specifications of the Motorola One Power and a new press render of the device have been leaked online. We have already come across reports suggesting that the Lenovo-owned brand is all set to launch Motorola One and Motorola One Power smartphones.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X