শহরে নতুন তিনটি মোটো হাব স্টোর খুলছে মোটোরোলা

কলকাতায় তিনটি নতুন মোটো স্টোর খুলতে চলেছে মোটোরোলা।

By Sabyasachi Chakraborty
|

দেশের পূর্বপ্রান্তেও ঘাঁটি শক্তপোক্ত করতে চাইছে মোটোরোলা। সেই কারণেই কলকাতায় নতুন তিনটি স্টোর খুলতে চলেছে তারা। অফলাইনেও গ্রাহক টানতে মোটোরোলার এই উদ্যোগ।

শহরে নতুন তিনটি মোটো হাব স্টোর খুলছে মোটোরোলা

মোটোরোলার সমস্ত প্রোডাক্ট এক ছাদের তলায় পাওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। সম্প্রতি বাজারে আসা Moto X4-রও মিলবে স্টোরে। জানা গিয়েছে, সিটি সেন্টার ১-এর ফোরাম, হাওড়ার অবনী মলে খুলে গিয়েছে দুটি স্টোর। Moto E4, Moto E4+, Moto C, Moto C+, Moto G series-এর সব ফোন মিলছে সেখানে।

এছাড়াও হেডফোনস, মোটো সেলস, মোটো জেড বা মোডো এমওডি-র মতো মোটোরোলার অন্যান্য যা অ্যাকসেসরিজ রয়েছে এই স্টোরে।

মোটোরোলার ফ্যান যাঁরা রয়েছেন তাঁরা খুশি হবেন জেনে, এই সব স্টোর থেকে ফোনের সঙ্গে অ্যাকসেসরিজ কিনলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।

অফিশিয়াল টিজারে ইঙ্গিত, মেইজু এম ৬ আসছে সামনের বছরেইঅফিশিয়াল টিজারে ইঙ্গিত, মেইজু এম ৬ আসছে সামনের বছরেই

মোটোরোলা মোবিলিটি ইন্ডিয়ার এমডি সুধীন মাথুর বলেছেন, মোটোরোলার কাছে ক্রেতারাই আগে। দেশের অন্যান্য প্রান্তে মোটো হাব খোলার পর যথেষ্ট ভাল রেসপন্স পাওয়া গিয়েছে। ক্রেতাদের চাহিদা ও সুবিধার কথা মাথায় রেখে ভবিষ্যতে আরও বিভিন্ন জায়গায় এই ধরনের মোটোরোলার স্টোর খোলা হবে।

সাম্প্রতিক আইডিসি রিপোর্ট বলছে, এ দেশে স্মার্টফোনের বাজারে মোটোরোলা তৃতীয় স্থানে। জুলাই-সেপ্টেম্বর ২০১৭ কোয়ার্টারে মোট শিপমেন্টের নয় শতাংশ ছিল মোটোরোলার। কলকাতায় মোটো হাব হওয়ার পর পূর্ব ভারতে বিক্রি আরও বাড়ার সম্ভাবনা থাকছে।

তবে শুধু মোটোরোলাই নয়। শাওমিও তাদের অফলাইন স্টোর আরও বাড়াতে চাইছে। এ দেশের এখনও পর্যন্ত দশটি এমআই স্টোর রয়েছে। এরমধ্যে চারটিই রয়েছে বেঙ্গালুরুতে।

Best Mobiles in India

Read more about:
English summary
The Moto Hubs are now open at Forum Mall and City Centre 1 in Kolkata and Avani Mall in Howrah.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X