পোলারয়েড ইনস্টা-শেয়ার প্রিন্টার মোটো মড লঞ্চ করল মোটোরোলা

By Sabyasachi Chakraborty
|

আগেই জানা গিয়েছিল Polaroid Insta-Share Printer Moto Mod লঞ্চ করতে চলেছে Motorola। এখন মোটোরোলার অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এটি। তবে তা আমেরিকায়। দাম পড়ছে হাজার ১৩ মতো।

পোলারয়েড ইনস্টা-শেয়ার প্রিন্টার মোটো মড লঞ্চ করল মোটোরোলা

আপনার মোটো জেডকে Insta-Share Printer Moto Mod ইনস্ট্যান্ট প্রিন্টারে পাল্টে দেবে। জিঙ্ক পেপারে দুই বাই তিন ইঞ্চির ছোট ফটো প্রিন্ট করে দিতে পারে এটি। এছাড়া ফোন গ্যালারিতে বা ফেসবুক-ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া সাইটে যদি কোনও ছবি থাকে, সেটিরও প্রিন্ট আউট মিলবে এটি থেকে।

ফোনের মতো দেখতে Polaroid Insta-Share Printer Moto Mod। এর রিয়ারে থাকবে ক্যামেরা। থাকছে শাটার বাটনও। জিরো ইঙ্ক পেপার ফরম্যাটে কাজ করে এটি। এই মটো মড স্মার্টফোন দিয়ে কানেক্ট করা যায়, মোটো জেডের ব্যাকে যে কানেক্টর রয়েছে, তাতেই কাজ হতে পারে।

ফ্লিপকার্টে ৭৩ হাজারে মিলছে গুগল পিক্সেল ২ এক্সএলফ্লিপকার্টে ৭৩ হাজারে মিলছে গুগল পিক্সেল ২ এক্সএল

যেহেতু এতে জিঙ্ক ফরম্যাট রয়েছে, তাই প্রিন্টিং অপশনও রয়েছে অনেকরকম। ছবি এডিট করা, বিভিন্ন ফিল্টার দেওয়া, টেক্ট বা বর্ডার দেওয়ার অনেক অপশনও থাকছে। ৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে এর। ২০টি প্রিন্ট করতে পারে একসঙ্গে। ইউএসবি টাইপ সি চার্জার এর। আর একসঙ্গে ১০টি শিট প্রিন্টং পেপার এর মধ্যে রাখা যেতে পারে।

খুব শিগগিরই সব দেশেই প্রায় এই গেজেট লঞ্চ হয়ে যাবে। ভারতীয় বাজারে এলে এতে থাকবে Hasselband True Zoom Camera, JBL SoundBoost Speaker, Instashare Projector, এবং Incipio offGRID Power Pack। এদেশে এর দাম থাকবে ৪ হাজার ৯৯৯ টাকা থেকে ১৫ হাজার ৯৯৯ টাকার মধ্যে।

Best Mobiles in India

Read more about:
English summary
Motorola has announced the launch of the Polaroid Insta-Share Printer Moto Mod at a whopping $199.99 price tag.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X