অবশেষে লঞ্চ হল Motorola Z3 Play, দেখে নিন দাম ও ফিচার্স

By GizBot Bureau
|

Moto Z3 Play এর আনুষ্ঠানিক ঘোষনা করল মোটোরোলা। আজ ব্রাজিলে এক ইভেন্টে এই ফোন লঞ্চ করেছে মোটোরোলা। পাতলা এই ফোনে একাধিক আকর্ষনীয় ফিচার যোগ করেছে লিনোভোর এই কোম্পানিটি। Moto Z3 Play তে থাকবে Moto Mod সাপোর্ট, AI কনটেক্সচুয়াল অ্যাকশান ও ডুয়াল ক্যামেরা।

অবশেষে লঞ্চ হল Motorola Z3 Play, দেখে নিন দাম ও ফিচার্স

২০১৮ সালের আর বাকি সব ফোনের মতোই এই ফোনের রয়েছে ১৮:৯ ডিসপ্লে। ৬ ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে থাকবে Moto Z3 Play তে। ফোনের পাশে আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি। এর মাধ্যমে ফোনের সামনে জায়গা বেড়েছে অনেকটাই। উচ্চ শক্তির গড়িলা গ্লাস ব্যাবহার হয়েছে Moto Z3 Play তে। এছাড়াও এই ফোনে ব্যাবহার হয়েছে এয়ারক্রাফট গ্রেডের অ্যালুমিনিয়াম। এর মাধ্যমে ফোনটি যেমন হাল্কা হবে তেমনি টেকসই হবে Moto Z3 Play।

Moto Z3 Play এর ভিতরে রয়েছে একটি Snapdragon 636 সিস্টেম অন চিপ। এর সাথেই থাকবে 4GB RAM। 32GB ও 64GB দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন এই ফোন। যদিও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে এই ফোনের স্টোরেজ।

Moto Z3 Play তে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এর ক্যামেরার প্রাইমারী সেন্সারটি ১২ মেগাপিক্সেল। এর সাথেই এই ক্যামেরাতে থাকবে একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। ছবিতে সাবজেক্টের পিছনে ডেপ্ত বোঝার জন্যই এই সেকেন্ডারি সেন্সারটি ব্যাবহৃত হবে। Moto Z3 Play এর সামনে রয়েছে একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। যদিও এই ফোনের সামনে কম আলোতে সেলফি তোলার জন্য কোন LED ফ্ল্যাশ যোগ করেনি মোটোরোলা।

কানেক্টিভিটির জন্য নতুন Moto Z3 Play তে থাকছে USB Type C পোর্ট, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, Wifi, Bluetooth, GPS। এছাড়াও এই ফোনে থাকবে 3000mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে এই ব্যাটারি সারা দিনের ব্যাবহারের জন্য যথেষ্ট। আগে লঞ্চ হওয়া সম Moto Mod সাপোর্ট করবে এই ফোনে। স্টক অ্যানড্রয়েডের মতোই দেখতে এই ফোনের ইউজার ইন্টারফেস। এই ফোনে চলবে লেটেস্ট অ্যানড্রয়েড অরিও ৮.১ অপারেটিং সিস্টেম।

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এর জন্য সম্পূর্ণভারে তৈরী নতুন Moto Z3 Play। এমনটাই জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। এছাড়াও এই ফোনে বিল্ট ইন থাকবে Google Lens।

দশটা জনপ্রিয় অ্যাপ, যেগুলো ভুলেও ফোনে ইনস্টল করবেন নাদশটা জনপ্রিয় অ্যাপ, যেগুলো ভুলেও ফোনে ইনস্টল করবেন না

ব্রাজিলে Moto Z3 Play এর দাম R$ ২,২৯৯ (প্রায় ৪০,০০০ টাকা)। এই মাসের শেষেই আমেরিকা ও কানাডায় এই ফোনের বিক্রি শুরু হবে। তবে ভারতে কবে থেকে Moto Z3 Play পাওয়া যাবে তা নিয়ে কিছু বলেনি মোটোরোলা।

Best Mobiles in India

Read more about:
English summary
The Moto Z3 Play is backed by a Snapdragon 636 chipset which is coupled with 4GB of RAM.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X