অবিশ্বাস্য দামে ভারতে নতুন প্ল্যান নিয়ে এল নেটফ্লিক্স

By Gizbot Bureau
|

এই প্রথম ভারতের গ্রাহকদের জন্য আলাদা সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে এল নেটফ্লিক্স। মাসে মাত্র ১৯৯ টাকায় ভারতের গ্রাহকদের জন্য বিশেষ প্ল্যান নিয়ে এসেছে মার্কিন স্ট্রিমিং কোম্পানিটি। ১৯৯ টাকা প্ল্যানে ভারতের নেটফ্লিক্স গ্রাহকরা শুধুমাত্র মোবাইল থেকে নেটফ্লিক্স স্ট্রইম করতে পারবেন। কোন রকম কাস্টের মাধ্যমে টিভিতে নেটফ্লিক্স চালানো যাবে না। এতদিন ৪৯৯ টাকা থেকে ৭৯৯ টাকার মাসিক প্ল্যানে হাই ডেফিনেশন স্ট্রিম করা গেলেও ১৯৯ টাকা প্ল্যানে সেই সুবিধা থাকছে না।

অবিশ্বাস্য দামে ভারতে নতুন প্ল্যান নিয়ে এল নেটফ্লিক্স

সম্প্রতি গ্রাহক প্রতি মাসে মোবাইল ডেটা ব্যবহারে বিশ্বের এক নম্বর স্থান দখল করেছে ভারত। গোটা বিশ্বের সবথেকে সস্তা মোবাইল ডেটা পাওয়া যায় ভারতেই। এছাড়াও ভারত থেকেই মোবাইল অ্যাপ থেকে সবথেকে বেশি গ্রাহক রেজিস্টার করেছেন নেটফ্লিক্সে। তাই ভারতের গ্রাহকদের জন্য মোবাইল থেকে স্টড়িম করার জন্য ১৯৯ টাকার বিশেষ প্ল্যান নিয়ে এসেছে কোম্পানি। নতুন প্ল্যান নঞ্চের পরে হটস্টার ও অ্যামাজন প্রাইম ভিডিওকে কড়া টক্কড় দিতে পারবে নেটফ্লিক্স।

সম্প্রতি গনতুন গ্রাহক নেটফ্লিক্সে যোগ দেওয়ার যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল তা পূরণ করতে পারেনি মার্কিন কোম্পানিটি। ভারতে মাসে ৪৯৯ টাকা থেকে এতদিন নেটফ্লিক্স সাবস্প্রিপশন প্ল্যান শুরু হতো। যা অন্যান্য সাবস্ক্রিপশন বেসড ভিডিও স্ট্রিমিং সার্ভিসের দামের তুলনায় অনেকটাই বেশি।

১৯৯ টাকা প্ল্যান ছাড়াও ৪৯৯ টাকা, ৬৪৯ টাকা আর ৭৪৯ টাকা মাসিক প্ল্যানে নেটফ্লিক্স সাবস্ক্রাইব করা যাবে। ভারত নেটফ্লিক্সের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বাজার। তাই ভারতেই শুধুমাত্র মোবাইল এর জন্য বিশেষ প্ল্যান নিয়ে এসেছে জনপ্রিয় স্ট্রিমিং কোম্পানিটি। মারতের মধ্যবিত্তের একটা বিরাট অংশ স্মার্টফোন থেকেই সব ধরনের ইন্টারনেট ব্যবহার করেন। সেই সব গ্রাহকদের কথা মাথায় রেখে ১৯৯ টাকা প্ল্যান নিয়ে এসেছে নেটফ্লিক্স।

Best Mobiles in India

Read more about:
English summary
Netflix Launches A New Rs. 199 Subscription Plan In India

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X