একাধিক নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল এয়ারটেল

By Gizbot Bureau
|

একগুচ্ছ নতুন প্রিপেড প্ল্যানের ঘোষণা করল এয়ারটেল। কোম্পানির রিটেল ও কর্পোরেট গ্রাহকরা নতুন এই প্ল্যানগুলি ব্যবহার করতে পারবেন। রিটেল গ্রাহকদের জন্য ৩৯৯ টাকা থেকে ১,৫৯৯ টাকা দামের প্ল্যান নিয়ে এসেছে গুরুগ্রামের কোম্পানিটি। এছাড়াও কর্পোরেট গ্রাহকদের জন্য 299 টাকা থেকে প্ল্যান লঞ্চ করেছে কোম্পানিটি।

একাধিক নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল এয়ারটেল

এছাড়াও সম্প্রতি ৭৪৯ টাকা প্ল্যান বন্ধ করেছে এয়ারটেল। এবার থেকে নতুন গ্রাহকরা শুধুমাত্র ৯৯৯ টাকা ফ্যামিলি প্ল্যান ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে মিলবে অতিরিক্ত ডেটা ব্যবহারের সুবিধা।

নতুন পোস্টপেড গ্রাহকরা ২৯৯ টাকায় সিম কার্ডের সঙ্গেই ৩০জিবি ডেটা ব্যবহারের সুবিধা পাবেন। আগে এই প্ল্যানে ১০জিবি ডেটা পাওয়া যেত। সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং ও অন্যান্য সুবিধা।

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে করোনা অতিমারির কারণে ডেটা ব্যবহার বৃদ্ধির কারণেই অনেক বেশি ডেটা দেওয়া হচ্ছে। অনলাইন ক্লাস ও ওয়ার্ক ফ্রম হোম করার জন্য এই অতিরিক্ত ডেটা গ্রাহকদের কাজে লাগবে বলে মনে করছে কোম্পানি।

এছাড়াও চলতি মাসেই বিলিং আরও সহজ করতে গত সপ্তাহে লঞ্চ হয়েছে এয়ারটেল ব্ল্যাক। এর ফলে পোস্টপেড মোবাইল কানেকশন, ডিটিএইচ ও ব্রডব্যান্ডের বিল একসঙ্গে দেখা যাবে। এয়ারটেল প্ল্যানের মাধ্যমে দুটি অথবা তাঁর বেশি এয়ারটেল সার্ভিসকে যুক্ত করতে পারবেন গ্রাহকরা। এইভাবে তাঁরা এয়ারটেল ব্ল্যাক সাবস্ক্রাইবার হয়ে উঠবেন।

ব্ল্যাক প্ল্যানে গ্রাহকরা মূলত চারটি সুবিধা পাবেন। একটি বিলে সব পেমেন্ট, গ্রাহকের জন্য ব্যক্তিগত সহযোগী, সমস্যার দ্রুত সমাধান ও বিনামূল্যে এয়ারটেল এক্সট্রিম বক্স। এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ থেকে এয়ারটেল ব্ল্যাক প্ল্যান ব্যবহার শুরু করা যাবে। চাইলে নিজের প্ল্যান কাস্টোমাইজ করা যাবে।

Best Mobiles in India

Read more about:
English summary
New Airtel Recharge Plans Announced: Everything You Need To Know

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X