ভাইরাল: Flipkart এর ডেলিভারী বয় খুলনেন iPhone এর বাক্স। দেখে নিন কি বের হল বাক্স থেকে

|

অনলাইনে শপিং আজকাল রোজকার ব্যাপার। দামী ফোন থেকে শুরু করে কম দামের সেফটি পিন সবই দোরগোড়ায় চলে আসছে অনলাইন শপিং এর দৈলতে। কিন্তু কতটা সুরক্ষিত এই অনলাইন শপিং? টাকা হারানোর ভয়ে অনেকেই ক্যাশ অন ডেলিভারী ব্যাবহার করেন অনলাইন শিপিং এ। কিন্তু কতটা সুরক্ষিত এই ক্যাশ অন ডেলিভারী? সম্প্রতি সোশাল মিডিয়াতে ভাইরাল হওয়া এক ভিডিও চমকে দিয়েছে সবাইকে। দামী ফোন অনলাইনে কিনে কি অবস্থা হল গ্রাহকের তা রেকর্ড হয়েছে ৭ মিনিটের এই ভিডিওতে।

iPhone এর বদলে ফোনের বাক্স থেকে কি বার হল?

ভিডিওর শুরুতেই দেখা যাযায় গ্রাহকের কাছে এসে পৌঁছেছেন ফ্লিপকার্টে জনৈক ডেলিভারি বয়। সেখানেই প্রতিবেশীদের জিনিস ডেলিভার করছেন তিনি। এরপর ফ্লিপকার্টের ডেলিভারি বয় নিজের ব্যাগ থেকে একটি বাক্স বার করেন। তার উপরেই লেখা আছে ৪০,০৭৯ টাকার ক্যাশ অন ডেলিভারী। ভিডিওতে তখন দেখা যাচ্ছে গ্রাহক সেঈ টাকা ডেলিভারী বয় কে দেওয়ার পরে দুবার টাকাটি গুনে ব্যাগে ঢুকিয়ে নিলেন তিনি। এতক্ষন সবকিছু ঠিকঠাকই চলছিল। যেমন্টা হয় আমার আপনার বাড়িতে ডেলিভারীর সয়য়েও।

এরপরে বদলে গেল ঘটনা। গ্রাহক ডেলিভারী বয়কে বাক্সটি খোলার জন্য আহ্বান জানালেন। ফ্লিপকার্টের বাক্স খুলে ভিতরে দেখা গেল নতুন iPhone 6S Plus এর একটি বাক্স। তা দেখে ডেলিভারী বয় প্রশন করে উঠলেন “এতো দামের ফোন দোকানে গিয়ে কিনলেন না কেন?” এরপরে আইফোনের সেই বাক্স খুলেই চমক। ভিতরে কিছু র‍্যাপিং বাবল দিয়ে জড়ানো রয়েছে একটি পাথরের টুকরো। বাক্সের ভিতরে নেই কোন ফোনের চিহ্ন। যা দেখে হতবাক গ্রাহক থেকে ডেলিভারী বয় সবাই। তৎখণাত নিজের অফিসে সেই কথা ফোন করে জানান ডেলিভারী বয় এবং এই ভিডিও শেষ হয়ে যায়।

এখানে প্রশ্ন তাহলে কি ফ্লিপকার্ট বা অ্যামাজন এইভাবে ঠকাচ্ছে গ্রাহকদের? ফ্লিপকার্ট বা অ্যামাজন ব্যাবহার করে বিভিন্ন প্রোডাক্ট বক্রি করেন একাধিক সেলার। ফ্লিপকার্ট শুধুই এক মাধ্যম। তবে কোনভাবেই ফ্লিপকার্ট বা অ্যামাজন এই ধরনের ঘটনা থেকে নিজেদের নির্দোশ কলে দাবি করতে পারে না।

অনলাইনে শপিং এর সময় অবশ্যই দেখে নেওয়া উচিত সেলারের রেটিং। প্রোডাক্টের রেটিং যেমন দেখবেন তেমনি দেখতে হবে যে সেলারের কাছ থেকে আপনি জিনিসটি কিনছেন তাঁর অতীতের ব্যাবসা সম্পর্কে গ্রাহকদের কি মত? নয়তো এইভাবে পাথর আপনার বাড়িতেও এসে হাজির হতে পারে।

বিশাল বৃদ্ধি ওয়ারেবেল ডিভাইস বিক্রিতে, এক নম্বরে অ্যাপেলবিশাল বৃদ্ধি ওয়ারেবেল ডিভাইস বিক্রিতে, এক নম্বরে অ্যাপেল

Best Mobiles in India

Read more about:
English summary
Flipkart delivery boy opened a new iPhone box to find a piece of stone.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X