Just In
Don't Miss
সে কী! অনলাইন শপিং এ ডিসকাউন্টের দিন শেষ!
অনলাইন শপিং পোর্টালগুলিতে প্রতি মাসেই একের পর এক ডিসকাউন্ট পাওয়া যায়। এর ফলে কিছু জিনিসের দাম কমে। ফলে আদতে লাভবান হন গ্রাহকরাই। সম্প্রতি কেন্দ্র ভারতে ই-কমার্স বাজারে বিদেশী লগ্নি সম্পর্কিন তিয়মে বদল এনেছে। এর ফলে ফ্লিপকার্ট, অ্যামাজনকে সেল শুরুর আগে দুইবার ভাবতে হবে। কী তফাৎ হল নতুন নিয়মে? দেখে নিন।
নতুন নিয়মে ক্যাশব্যাব ও ভারিড় ডিসকাউন্ট পাওয়া যাবে না। ইকনিমিক টাইমস সংবাদপত্রে এক সরকারি আধিকারিক জানিয়েছেন, “এই ধরনের অফারের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ এসেছে। অনে ক্ষেত্রেই অফার দেওয়ার সময় নিয়ম মানা হচ্ছে না।” তাই শিঘ্রই এই অফার বন্ধ হতে পারে।
এখন একাধিক ব্যান্ড তাদের প্রডাক্ট শুধুমাত্র অ্যামাজন অথবা ফ্লিপকার্ট থগেকেই বিক্রি করেন। সেই নিয়মে পরিবর্তিন আসতে পারে। কোন কোম্পানি তাদের ২৫ শতাংশ প্রোডাক্ট নির্দিষ্ট একটি প্ল্যাটফর্ম থেকে বিক্রি করতে পারবেন।
এই সব নিয়ম মানতে শুরু করলে প্রতি মাসে সেল দেওয়া সম্ভব হবে না। সেই ক্ষেত্রে অ্যামাজন ও ফ্লিপকার্টে সেলের পরিমান কমবে।
নতুন নিয়মে বিশেষ কিছু গ্রাহকজে জলদি ডেলিভারি বেআইনি হতে পারে। সেই ক্ষেত্রে অ্যামাজন প্রাইম গ্রাহকদের সাথেই সব গ্রাহকরাই জলদি ডেলিভারি পাবেন।
নিজেদের নাম ব্যবহার করে প্রোডাক্ট বিক্রি ন্ধ করতে হবে অ্যামাজন ও ফ্লিপকার্টকে। যে সব ব্র্যান্ড ফ্লিপকার্ট বা অ্যামাজনের সসাসরি সাহায্য পায় সেই সব ব্র্যান্ডে ডিসকাউন্ট বন্ধ হবে।
এর সাথেই বিনামূল্যে ডেলিভারির দিন শেষ হতে চলেছে। নতুন নিয়মে কোম্পানির নিজের লজিস্টিক কোম্পানি থাকলেও গ্রাহককে বিনামূল্যে ডেলিভারি দিতে পারবে না।
আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন নিয়ম চালু হবে। সব ই-কমার্স কোম্পানিকে আগামী এক মাসের মধ্যে সব নিয়ম পালন শুরু করতে হবে।
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790