কেন সেলফি তুলতে মানা করা হল ভারত সরকারের তরফ থেকে?

|

রিটায়ারমেন্টের পরে পেনসানের ফর্ম তৈরী করার সময় ফটোগ্রাফ ফিসাবে সেলফি ব্যাবহার করা যাবে না বলে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জানানো হয়েছে। ভারত সরকারের কর্মীবর্গ মন্ত্রকের তরফে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের এই নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও জানানো হয়েছে কালো চশমা পড়ে বা লম্বা চুল দিয়ে চোখ ঢেকে ছবি তুলে ব্যাবহার করলে সেই ফর্ম বাতিল করে দেওয়া হবে।

কেন সেলফি তুলতে মানা করা হল ভারত সরকারের তরফ থেকে?

সাদা কালো ছবি ব্যাবহারেও মানা করা হয়েছে ঐ নোটিসে। ফর্মে ছবি ও সাক্ষরের জন্য যে নির্ধারিত জায়গা রাখা হয়েছে সেই নির্দিস্ট মাপের ছবি ও সাক্ষর ব্যাবহার করতে হবে পেনসানের ফর্মে বলে জানানো হয়েছে মন্ত্রকের তরফে। আর ছবিটি কোনভাবেই সেলফি হতে পারবে না বলে জানিয়েছে কর্মীবর্গ মন্ত্রক।

পেনসানের এই ফর্মে কেন্দ্রীয় সরকারের সিভিল পেন্সানিয়ারদের নিজেদের স্বামী বা স্ত্রী এর সাথে একসাথে তোলা তিন কপি ছবি জমা দিমে হবে। অবসরের আট মাস আগে ফিল আপ করে ফেলতে হবে এই ফর্ম। মন্ত্রকের তরফে আরও জানাও হয়েছে কালো ব্যাকগ্রাউন্ডে বা চোখ ঢেকে ছবি তুললে বাতিল বলে গন্য হবে সেই ফর্ম। এছাড়াও সাধারণ কাগজে ছবি প্রিন্ট করলেও বাতিল হয়ে যাবে ফর্ম।

এছাড়াও জানানো হয়েছে ছবি তোলার সময় চশমা পরে থাকলে তাতে যেন কোন আলোর প্রতিফলন দেখা না যায়। সেক্ষেত্রে একটু মাথা তুলে বা নামিয়ে সেই প্রতিফলন এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে এই নোটিশে।

মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই সব নির্দেশের কারন আবশ্যই যেন প্রত্যেক কর্মচারী অবসরের সাথে সাথেই পেনশান পেতে শুরু করে দেন। এই মুহুর্তে ভারত সরকারের অধীনে ৪৮.৪১ লক্ষ কর্মচারী ও ৬১.১৭ লক্ষ পেনশানভোগী রয়েছেন।

অ্যামাজন সামার সেল, তৃতীয় দিনের সেরা কিছু অফারঅ্যামাজন সামার সেল, তৃতীয় দিনের সেরা কিছু অফার

Best Mobiles in India

Read more about:
English summary
Selfies can't be used as photographs in pension forms, the personal ministry has told central government employees readying for retirement.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X