ভারতে লঞ্চ হল Nokia-র নতুন Android One স্মার্টফোন

By GizBot Bureau
|

ভারতে লঞ্চ হল Nokia 3.1। ২১ জুলাই থেকে ভারতে HMD Global-এর নতুন এই বাজেট ফোন বিক্রি শুরু করবে। তবে অ্যামাজন ও ফ্লিপকার্ট এই ফোন বিক্রির সিদ্ধান্ত না নিয়ে শুধুমাত্র Paytm Mall অ্যাপ থেকে নতুন এই Android One ফোন বিক্রি করবে কোম্পানি। এছাড়াও কোম্পানির ওয়েবসাইট Nokia.com ও সারা দেশের রিটেলারদের কাছে অফলাইনে এই ফোন পাওয়া যাবে।

ভারতে লঞ্চ হল Nokia-র নতুন Android One স্মার্টফোন

তিনটি আলাদা কালার ভেরিয়েন্টে Nokia 3.1 পাওয়া যাবে। Nokia 3.1 এ থাকবে স্টক অ্যানড্রয়েড, ১৮:৯ HD+ ডিসপ্লে, আর 2,990 mAh ব্যাটারি। প্রতি মাসে সিকিউরিটি আপডেটের সাথেই এই ফোনে আগামী দুই বছর সব অ্যানড্রয়েড আপডেট পাওয়া যাবে।

Nokia 3.1 স্পেসিফিকেশান

Nokia 3.1 এ থাকবে একটি ৫.২ ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। Nokia 3.1এর ভিতরে একটি অক্টা-কোর MediaTek 6750

চিপসেট থাকবে। এর সাথেই থাকবে 2GB RAM আর 16GB ইন্টারনাল স্টোরেজ।

ছবি তোলার জন্য এই ফোনে থাকবে একটি ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এর সাথেই ফোনের পিছনে ক্যামেরার সাথে একটি LED ফ্ল্যাশ থাকবে। Nokia 3.1 এ সেলফি তোলার জন্য ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকবে। আর Nokia 3.1এর ভিতরে একটি 2990 mAh ব্যাটারি থাকবে। উল্লেখযোগ্য ভাবে Nokia 3.1এ একোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে না।

Nokia 3.1 একটি Android One স্মার্টফোন। এই ফোনে প্রতি মাসে লেটেস্ট সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে। এর ফলে সুরক্ষিত থাকবে আপনা ফোন। এছাড়াও আগামী দুই বছর সব অ্যানড্রয়েড ভার্সান পেয়ে যাবে এই ফোন। কোম্পানি জানিয়েছে Android Q পর্যন্ত এই ফোনে আপডেট পাওয়া যাবে। এর সাথেই Nokia 3.1ার সাথে গ্রাহকরা Google Photos এ আনলিমিটেড হাই কোয়ালিটি ফটো স্টোর করতে পারবেন।

Nokia 3.1 এর দাম ও লঞ্চ অফার

2GB RAM আর 16GB স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে Nokia 3.1 লঞ্চ হয়েছে। ভারতে Nokia 3.1 এর দাম ১০,৪৯৯ টাকা। ২১ জুলাই থেকে Paytm Mall অ্যাপ ও কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। রিটেল স্টোর থেকে Paytm Mall QR কোড স্ক্যান করে Nokia 3.1 কিনলে গ্রাহকরা ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন। এর সাথেই Nokia 3.1 এর গ্রাহকরা মুভি টিকিটে ২৫০ টাকার ক্যাশব্যাক ভাউচার পাবেন। এছাড়াও ICICI ক্রেডিড ও ডেবিট কার্ড গ্রাহকরা Nokia 3.1 কিনলে ৫ শতাংশ ছাড় পেয়ে যাবেন।

পপ আপ সেলফি ক্যামেরা, বেজেল লেস ডিসপ্লে সহ ভারতে লঞ্চ হল Vivo NEXপপ আপ সেলফি ক্যামেরা, বেজেল লেস ডিসপ্লে সহ ভারতে লঞ্চ হল Vivo NEX

Best Mobiles in India

Read more about:
English summary
The Nokia 3.1 is an Android One device and features Android Oreo coupled with an Octa-core MediaTek 6750 chipset.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X