বাজার চলতি স্মার্টফোনগুলির সামনে বড় চ্যালেঞ্জ, এসে গেছে ৯ হাজারি ফোন নোকিয়া ৩

বাজারে এল নোকিয়া৩। দাম ৯ হাজার ৪৯৯ টাকা।

By Sabyasachi Chakraborty
|

ফের বাজার কাঁপাতে চলে এসেছে নোকিয়া ৩। গোটা স্মার্টফোনের দাম, ভাল রকম কম রাখা হয়েছে। এতটাই কম, যে এই একই ফিচারে অন্যান্য স্মার্টফোনগুলি এতে অস্তিত্ব সংকটে পড়তে পারে বলে মনে করছেন অনেকে। মাত্র ৯ হাজার ৪৯৯ টাকা দাম এই ফোনের। চাহিদা চড়ছে চড়চড় করে।

 
বাজার চলতি স্মার্টফোনগুলির সামনে বড় চ্যালেঞ্জ, এসে গেছে ৯ হাজারি ফোন

নোকিয়া ৩-এর যা যা ফিচার, বাজার চলতি এই একই ফিচারওয়ালা স্মার্টফোন এত কমে ফোন আনার কথা ভাবতেই পারে না। সে কারণেই এত হইচই।

নোকিয়া ৩-এর লুক অ্যান্ড ফিল বেশ ভাল। কার্ভড এজেসের কারণে লুকস বেশ ভাল। আকারপ্রকারও হাতের মুঠোয় আসার মতো, যাকে বলে ওয়ান হ্যান্ড ইউসেজ। মিডিয়া টেক ৬৭৩৭ অক্টা কোর প্রসেসর রয়েছে এতে। র‍্যাম ২ জিবির। ইনবিল্ট স্টোরেজ ১৬ জিবির। মাইক্রো এসডি কার্ডে তা আরও বাড়ানো যাবে।

নোকিয়া ৩-তে রয়েছে অ্যান্ড্রয়েড নোগাট। গুগল অ্যাসিস্ট্যান্টও ঠিকঠাক। রিয়ার ও ফ্রন্ট, দু দিকেই পাচ্ছেন ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। অটোফোকাস এবং অ্যাপারচার এফ/২.০। নোকিয়া ৩-তে থাকছে নন রিমুভেবল ২,৬৫০ এমএএইচ লি ইওন ব্যাটারি।

নোকিয়া ৩-র লুক অ্যান্ড ফিল বেশ ডিসেন্ট। আর সেই ডিসেন্সি নিয়ে, বাজার চলতি অন্যান্য স্মার্টফোনগুলির কাছে এটা একপ্রকার থ্রেট বলা চলে। কীরকম জানতে হলে চলুন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক, বাজার চলতি অন্যান্য স্মার্টফোনগুলির ফিচার ও তার দামের দিকে।

প্যানাসোনিক ইলিউগা ১৩ মেগা

প্যানাসোনিক ইলিউগা ১৩ মেগা

দাম- ১১,৪৯০

ফিচার্স

  • ৫.৫ ইঞ্চি(১২৮০x৭২০ পিক্সেলস) এইচ ডি ২.৫ ডি কার্ভড গ্লাস ডিসপ্লে
  • ১.৩ গিগা হার্ৎজ কোয়াড কোর ৬৪ মিডিয়া টেক এমটি ৬৭৩৫ প্রসেসর উইথ মালি টি৭২০ জিপিইউ
  • ৩জিবি র‍্যাম
  • ১৬ জিবি ইন্টারনাল মেমোরি
  • মাইক্রো এসডিতে মেমোরি বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত
  • ডুয়াল সিম
  • অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালাউ
  • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সঙ্গে এলইডি ফ্ল্যাশ
  • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা
  • ৪জি ভিওএলটিই
  • ৪০০০ এমএএইচ ব্যাটারি
  •  

    ইনটেক্স এলিট ই৭

    ইনটেক্স এলিট ই৭

    দাম- ৭ হাজার ৯৯৯

    ফিচার্স

    • ৫.২ ইঞ্চির (১২৮০x৭২০ পিক্সেলস) এইচডি ২.৫ কার্ভড গ্লাস আইপিএস ডিসপ্লে
    • ১.২৫ গিগা হার্ৎজ কোয়াড কোর মিডিয়া টেক এমটি ৬৭৩৭ভি প্রসেসর উইথ মালি টি৭২০ জিপিইউ
    • ৩ জিবি এলডিডিআর৩ র‍্যাম
    • ৩২জিবি ইন্টারনাল মেমোরি
    • মেমোরি এক্সপেন্ডেবল ১২৮জিবি পর্যন্ত
    • হাইব্রিড ডুয়াল সিম (ন্যানো+ ন্যানো /মাইক্রো এসডি)
    • অ্যান্ড্রয়েড ৭.০ (নোগাট)
    • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ
    • ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল
    • ৪জি ভিওএলটিই
    • ৪০২০ এমএএইচ ব্যাটারি
    •  

      ইউ ইউরেকা ব্ল্যাক
       

      ইউ ইউরেকা ব্ল্যাক

      দাম- ৮ হাজার ৯৯৯

      ফিচার্স

      • ৫ ইঞ্চির (১৯২০x১০৮০ পিক্সেলস) ফুল এইচডি আইপিএস ২.৫ডি কার্ভড গ্লাস। কর্নিং গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন
      • অক্টা কোর কোয়ালকম স্ম্যাপড্রাগন ৪৩০ উইথ ৬৪ বিট প্রসেসর উইথ আদ্রিয়ানো ৫০৫জিপিইউ
      • ৪ জিবি র‍্যাম
      • ৩২জিবি স্টোরেজ
      • মেমোরি এক্সপেন্ডেবল
      • হাইব্রিড ডুয়াল সিম (ন্যানো+ ন্যানো /মাইক্রো এসডি)
      • অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শম্যালউ
      • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ
      • ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল
      • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
      • ৪জি ভিওএলটিই
      • ৩০০০ এমএএইচ ব্যাটারি
      •  

        লাভা জেড১০ ৩জিবি র‍্যাম

        লাভা জেড১০ ৩জিবি র‍্যাম

        দাম- ৮ হাজার ৯৯০

        ফিচার্স

        • ৫ ইঞ্চির (১২৮০x৭২০ পিক্সেলস) এইচডি ফুল ল্যামিনেশন ডিসপ্লে
        • ১.৩ গিগা হার্ৎজ কোয়াড কোর মিডিয়া টেক এমটি ৬৭৩৫ ৬৪বিট প্রসেসর উইথ মালি টি৭২০ জিপিইউ
        • ২জিবি/৩জিবি র‍্যাম
        • ১৬জিবি ইন্টারনাল স্টোরেজ
        • মেমোরি এক্সপেন্ডেবল ১২৮ জিবি পর্যন্ত
        • ডুয়াল সিম
        • অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালউ বেসড স্টার ওএস ৩.৩
        • ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ
        • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
        • ৪জি ভিওএলটিই
        • ২৬৫০ এমএএইচ ব্যাটারি
        •  

          মেইজু এম৫ ৩২জিবি

          মেইজু এম৫ ৩২জিবি

          দাম- ১০ হাজার ৪৪৯

          ফিচার্স

          • ৫.২ ইঞ্চির (১২৮০x৭২০ পিক্সেলস) এইচডি ২.৫ডি কার্ভড গ্লাস ডিসপ্লে, ১০০০:১ কন্ট্রাস্ট রেশিও
          • অক্টা কোর মিডিয়া টেক এমটি ৬৭৫০ (৪ X ১.৫ গিগা হার্ৎজ এ৫৩+ ৪X ১.০ গিগা হার্ৎজ এ৫৩) প্রসেসর উইথ মালি টি৮৬০ জিপিইউ
          • ৩জিবি এলপিডিডিআর৩ র‍্যাম
          • ৩২জিবি (ইএমএমসি ৫.০)স্টোরেজ
          • মেমোরি এক্সপেন্ডেবল ১২৮ জিবি পর্যন্ত
          • অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালউ উইথ ফ্লাইমি ওএস
          • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ইউথ ডিয়াল টোন এলইডি ফ্ল্যাশ
          • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
          • ৪জি ভিওএলটিই
          • ৩০৭০ এমএএইচ ব্যাটারি
          •  

            মাইক্রোম্যাক্স ক্যানভাস২ ২০১৭

            মাইক্রোম্যাক্স ক্যানভাস২ ২০১৭

            দাম- ১১ হাজার ৯৯৯

            ফিচার্স

            • ৫ ইঞ্চির (১২৮০x৭২০ পিক্সেলস) এইচডি উইথ কর্নিং গরিলা গ্লাস৫ প্রোটেকশন, ৪০০এনআইটিএস ব্রাইটনেশ
            • ১.৩ গিগা হার্ৎজ কোয়াড কোর মিডিয়া টেক এমটি ৬৭৩৭ ৬৪ বিট প্রসেসর উইথ মালি টি৭২০ এমপিওয়ান জিপিইউ
            • ৩জিবি র‍্যাম
            • ১৬জিবি ইন্টারনাল মেমোরি
            • মেমোরি এক্সপেন্ডেবল ৬৪ জিবি পর্যন্ত
            • অ্যান্ড্রয়েড ৭.০ (নউগাট) ওএস
            • ডুয়াল সিম
            • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ
            • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
            • ৪জি ভিওএলটিই
            • ৩০৫০ এমএএইচ ব্যাটারি
            •  

              মোটোরোলা মোটো জি৫

              মোটোরোলা মোটো জি৫

              দাম- ১০ হাজার ৯৯৯

              ফিচার্স

              • ৫ ইঞ্চির (১৯২০x১০৮০ পিক্সেলস) ফুল এইচ ডি ডিসপ্লে উইথ কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন
              • ১.৪ গিগা হার্ৎজ অক্টা কোর ৬৪ বিট স্ন্যাপড্রাগন ৪৩০(এমএসএম ৮৯৩৭) প্রসেসর উইথ আদ্রিয়ানো ৫০৫ জিপিইউ
              • ৩জিবি র‍্যাম
              • ১৬জিবি ইন্টারনাল মেমোরি
              • মেমোরি এক্সপেন্ডেবল ৬৪ জিবি পর্যন্ত
              • অ্যান্ড্রয়েড ৭.০ (নউগাট) ওএস
              • ডুয়াল সিম
              • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ
              • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
              • ৪জি ভিওএলটিই
              • ২৮০০ এমএএইচ ব্যাটারি, দ্রুত চার্জিং
              •  

                প্যানাসোনিক ইলিউগা রে ম্যাক্স

                প্যানাসোনিক ইলিউগা রে ম্যাক্স

                দাম- ১০ হাজার ৪৯৯

                ফিচার্স

                • ৫.২ ইঞ্চির এফএইচডি আইপিএস কার্ভড গ্লাস ডিসপ্লে
                • ১.৪ গিগা হার্ৎজ অক্টা কোর প্রসেসর
                • ৪জিবি র‍্যাম, ৩২ জিবি রম
                • ডুয়াল সিম
                • ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ
                • ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ
                • ৪জি ভিওএলটিই
                • ওয়াইফাই
                • ব্লু টুথ ৪.০
                • ৩০০০ এমএএইচ ব্যাটারি
                •  

                  জেডটিই ব্লেড এ২ প্লাস

                  জেডটিই ব্লেড এ২ প্লাস

                  দাম- ১১ হাজার ৯৯৯

                  ফিচার্স

                  • ৫.৫ ইঞ্চির (১৯২০x১০৮০ পিক্সেলস) ফুল এইচডি ২.৫ কার্ভড গ্লাস ডিসপ্লে
                  • ১.৫ গিগা হার্ৎজ অক্টা কোর মিডিয়াটেক এমটি ৬৭৫০টি ৬৪ বিট প্রসেসর উইথ মালি টি৮৬০ জিপিইউ
                  • ৪জিবি র‍্যাম
                  • ৩২জিবি ইন্টারনাল মেমোরি
                  • মাইক্রো এসডি-তে মেমোরি এক্সপেন্ডেবল ১২৮ জিবি
                  • অ্যান্ড্রয়েড ৬.০ (মার্শম্যালউ)
                  • হাইব্রিড ডুয়াল সিম(ন্যানো+ ন্যানো/মাইক্রো এসডি)
                  • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উইথ ডুয়াল টোন এলইডি ফ্ল্যাশ
                  • ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ
                  • ৪জি ভিওএলটিই
                  • ৫০০০ এমএএইচ ব্যাটারি, দ্রুত চার্জিং
                  •  

                    লেনোভো কে৬ পাওয়ার ৪জিবি র‍্যাম

                    লেনোভো কে৬ পাওয়ার ৪জিবি র‍্যাম

                    দাম- ৮ হাজার ৯৯৯

                    ফিচার্স

                    • ৫ ইঞ্চির (১৯২০x১০৮০ পিক্সেলস) ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ৪৫০ এনআইটিএস ব্রাইটনেশ, ১৭৮ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল
                    • অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০(৪ X ১.২ গিগা হার্ৎজ কর্টেক্স এ৫৩+ ৪X ১.৫ গিগা হার্ৎজ কর্টেক্স এ৫৩) ৬৪বিট প্রসেসর উইথ আদ্রিয়ানো ৫০৫ জিপিইউ
                    • ৩জিবি র‍্যাম, ৩২জিবি স্টোরেজ, মেমোরি বাড়ানো যাবে
                    • অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শম্যালউ
                    • হাইব্রিড ডুয়াল সিম(ন্যানো+ ন্যানো/মাইক্রো এসডি)
                    • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ
                    • ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
                    • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
                    • ৪জি ভিওএলটিই
                    • ৪০০০ এমএএইচ ব্যাটারি
                    •  

                      জিওমি রেডমি নোট৪

                      জিওমি রেডমি নোট৪

                      দাম- ১০ হাজার ৯৯৯

                      ফিচার্স

                      • ৫.৫ ইঞ্চির (১৯২০x১০৮০ পিক্সেলস) ফুল এইচডি ২.৫ডি কার্ভড গ্লাস ডিসপ্লে, আপ টু ৭২% এনটিএসসি কালার গামুট, ১০০০:১ কন্ট্রাস্ট রেশিও
                      • ২ গিগা হার্ৎজ অক্টা কোর স্ন্যাপড্রাগন ৬২৫ ১৪এনএম প্রসেসর উইথ আদ্রিয়ানো ৫০৬ জিপিইউ
                      • ২জিবি/ ৩জিবি র‍্যাম, ৩২জিবি স্টোরেজ
                      • ৪জিবি র‍্যাম, ৬৪জিবি স্টোরেজ
                      • ১২৮ জিবি পর্যন্ত মেমোরি এক্সপেন্ডেবল
                      • এমআইইউআই বেসড অন অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালউ
                      • হাইব্রিড ডুয়াল সিম(ন্যানো+ ন্যানো/মাইক্রো এসডি)
                      • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উইথ পিডিএ
                      • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
                      • ৪জি ভিওএলটিই
                      • ৪০০০(মিনিমাম)/৪১০০এমএএইচ (টিপিকাল) ব্যাটারি
                      •  

Best Mobiles in India

Read more about:
English summary
With an impressive design, build quality, along with decent specs, Nokia 3 is surely a threat to other budget smartphones. However, to give you some perspective here we have listed the best budget smartphones that are also available in the Indian market.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X