শিগগিরই বাজারে আসছে নতুন নোকিয়া ৪জি ফিচার ফোন, থাকছে ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন

By Sabyasachi Chakraborty
|

খুব শিগগিরই HMD Global বাজারে আনছে নতুন Nokia 4G ফিচার ফোন। কিছুদিন আগেই আমরা জানি আমেরিকার কাছ থেকে FCC certification পেয়ে গিয়েছে নোকিয়ার TA-1047 এবং TA-1060 মডেলের দুটি ফোন।

শিগগিরই বাজারে আসছে নতুন নোকিয়া ৪জি ফিচার ফোন, থাকছে ব্লুটুথ এসআইজি

এফসিসি তালিকা অনুযায়ী আঁচ করা যাচ্ছে, আপকামিং মোবাইল ফোনটি ৪জি হলেও তা স্মার্টফোন নয়, ফিচার ফোন। FCC অ্যাপ্রুভালের সঙ্গে সঙ্গে Bluetooth SIG certification-ও পেয়ে গেছে নোকিয়ার এই আপকামিং ৪জি ফিচার ফোনটি।

NokiaMob-এর মাধ্যমে Bluetooth SIG certification যে মিলেছে, তাতে জানা গিয়েছে TA-1047, TA-1060, TA-1056, TA-1079 এবং TA-1066, এই পাঁচটি ভেরিয়েন্টের ফোন বাজারে আসতে চলেছে। অবশ্যই অনেক রকম বাজারের জন্য এই এতগুলো ফোন। জানা গিয়েছে সিঙ্গল ও ডুয়াল সিম, দুটি ফোনই ভারতের বাজারে আসছে। এশিয়ান ও ইউরোপিয়ান বাজারেও ডুয়াল সিমের ফোন আসছে। আর বাকি জায়গায় অবশ্য সিঙ্গল সিমের ফোনই আসবে।

আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্গ কীভাবে: চলতি বছরেই এটাই সবচেয়ে বেশি সার্চ গুগলেআধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্গ কীভাবে: চলতি বছরেই এটাই সবচেয়ে বেশি সার্চ গুগলে

বর্ণনা যা আসছে, তাতে বোঝা যাচ্ছে এই আপকামিং ফোন অ্যান্ড্রয়েড নয়। Nokia 3310-এর মতো সিরিজ 30+ feature OS থাকছে এতে।

এফসিসি তালিকাভুক্ত নোকিয়া ৪জি ফিচার ফোন 133 x 68 mm। Nokia E72-র মতো এর QWERTY কী প্যাড।

এছাড়াও Nokia 9 ফ্ল্যাগশিপ স্মার্টফোনও বাজারে আসছে, যা দেখা গিয়েছে FCC এবং Geekbench database-এ। ২০১৮-র জানুয়ারিতে আসছে নেক্সট জেন Nokia 6। পরের বছরের শুরুতেই এই ফোনগুলি বাজারে আসছে।

Best Mobiles in India

Read more about:
English summary
The 4G Nokia feature phone is likely to be launched soon as it receives the Bluetooth SIG certification. It was only a few days back that this feature phone cleared the FCC certification. The device is expected to be launched in both single and dual SIM variants based on the different markets.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X