আগস্ট মাসে ভারতে আসতে পারে Nokia 6.1 Plus

By GizBot Bureau
|

মে মাসে চিনে Nokia X6 ফোনটি চিনের বাজারে লঞ্চ করা হয়েছিল। সম্প্রতি নাম বদলে Nokia 6.1 Plus নামে বিশ্ববাজারে এই ফোন লঞ্চ করা হয়েছে। চিনের পরেই হংকং এ এই ফোন লঞ্চ করেছে HMD Global। শিঘ্রই ভারতে এই ফোন লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে।

আগস্ট মাসে ভারতে আসতে পারে Nokia 6.1 Plus

আগে একাধিক রিপোর্টে আগস্ট বা সেপ্টেম্বর মাসে ভারতে Nokia 6.1 Plus লঞ্চের খবর প্রকাশ হয়েছিল। এবার ভারতে কোম্পানির ওয়েবসাইটে Nokia 6.1 Plus দেখা গেল। NokiaPowerUser ওয়েবসাইটে এক স্ক্রিন শট পোস্ট করা হয়েছে। সেই স্ক্রিন শটে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে Nokia 6.1 Plus ফোনটি দেখা যাচ্ছে।

ভারতে Nokia 6.1 Plus লিস্টিং

ভারতের অফিশিয়াল Nokia ওয়েবসাইটে ইতিমধ্যেই Nokia 6.1 Plus দেখা গিয়েছে। এর ফলেই মনে করা হচ্ছে শিগ্রই ভারতে Nokia 6.1 Plus লঞ্চ করবে HMD Global। ইউজার গাইডের সাথেই ভারতের আইন মেনে Nokia 6.1 Plus এর SAR ভ্যালু জানানো হয়েছে অফিশিয়াল ওয়াবসাইটে।

যদিও এর আগেও ভারতে কোম্পানির ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছিল। তবে আগেরবার ভারতে অফিশিয়াল ওয়েবসাইতে Nokia 6.1 Plus পোস্ট করার কয়েক মিনিটের মধ্যেই তা সরিয়ে নেওয়া হয়েছিল।

Nokia X6 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Nokia X6 এ প্রিলোডেড থাকবে লেটেস্ট অ্যানড্রয়েড ওরিও ৮.১। এছাড়াও Nokia X6 এ ফোনে থাকবে ৫.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে থাকবে স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসার সাথে থাকবে 4/6GB RAM।

নোকিয়ার এই স্মার্টফোনে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এর প্রাইমারী সেন্সারটি ১৬ মেগাপিক্সেল আর রয়েছে ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই ক্যামেরায় তোলা ছবির কোয়ালিটি আরও ভালো করে দেবে ফোনের সফটওয়ার। এছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরাতে রয়েছে HDR সাপোর্ট। ফোনের সামনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে একটি বিশেষ ফিচারের মাধ্যমে ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা দিয়ে একসাথে ছবি তোলা যাবে। এছাড়াও Nokia X6 এ রয়েছে ফেস আনলক ফিচার।

Nokia X6 এর ব্যাটারির ক্ষমতা 3060mAh। কুইক রার্চ ৩.০ টেকনলজির মাধ্যমে খুব জলদি চার্জ হয়ে যাবে এই ফোন। এছাড়াও Nokia X6 এ রয়েছে হেডফোন জ্যাক আর USB Type-C পোর্ট।

Best Mobiles in India

Read more about:
English summary
The Nokia X6 aka Nokia 6.1 Plus user guide has been listed on the Nokia India official website.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X