দাম কমল নোকিয়া ৬-এর, মিলছে ১২৯৯৯ টাকায়

By Sabyasachi Chakraborty
|

আগামী চৌঠা এপ্রিল HMD Global বাজারে আনছে Nokia 6 (2018),Nokia 7 Plus এবং Nokia 8 Sirocco. নেক্সট জেনারেশনের এই ফোনের চাহিদা ইতিমধ্যেই বেশ ভাল। কিন্তু তার আগেই অরিজিনাল নোকিয়া ৬-এর দাম বেশ খানিকটা কমে গেল। এছাড়াও এল আরও কয়েকগুচ্ছ অফার।

দাম কমল নোকিয়া ৬-এর, মিলছে ১২৯৯৯ টাকায়

গত বছর মাঝামাঝি এদেশের বাজারে এসেছিল নোকিয়া ৬। তখন এর দাম ছিল ১৪ হাজার ৯৯৯ টাকা। এই মডেল ছিল Amazon exclusive, অন্যদিকে Nokia 3 ও Nokia 5 অফলাইন এক্সক্লুসিভ। পরে নোকিয়া ৬-এর দামই হাজার দেড়েক টাকা মতো কমানো হয়েছিল। তখন এর দাম হয়েছিল ১৩ হাজার ৪৯৯ টাকা। এবার অ্যামাজন ইন্ডিয়ার তালিকায় দেখা যাচ্ছে, এই ফোনের দাম আরও কমেছে। শ পাঁচেক টাকা দাম কমে এখন নোকিয়া ৬-এর দাম ১২ হাজার ৯৯৯ টাকা।

এছাড়াও ইএমআই-এর ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে ৬১৮ টাকা প্রতি মাসে দাম পড়ছে। ১০ হাডার ৭১১ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও আছে। এছাড়াও ৭৩৯ টাকায় এক বছর অ্যাক্সিডেন্ট, স্ক্রিন বা জলে পড়ে যাওয়ার বিষয়টির দেখভাল করা যাচ্ছে। ৭৪৯ টাকায় এক বছর বর্ধিত ওয়ারান্টি।

নোকিয়া ৬-এর সাড়ে পাঁচ ইঞ্চি আইপিএস এলসিডি ২.৫ ডি গ্লাস ডিসপ্লে। সঙ্গে গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন। অক্টা কোর স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর। সঙ্গে Adreno 505, 3GB RAM এবং 32GB মেমোরি। ১২৮ জিবি পর্যন্ত মেমোরি বাড়ানোও যাবে।

কিভাবে ফেস আনলক ফিচার এনেবেল করবেন বাজেট স্মার্টফোন iVOOMI i1S এ?কিভাবে ফেস আনলক ফিচার এনেবেল করবেন বাজেট স্মার্টফোন iVOOMI i1S এ?

১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা f/2.0 অ্যাপারচার। PDAF এবং dual-tone flash রয়েছে এতে। ফ্রন্টে ৮ মেগাপিক্সেল। অ্যাপারচার f/2.0 এবং ৮৪- ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। স্মার্টফোনটিতে OTG, micro USB 2.0 port, 4G LTE, dual SIM সাপোর্ট। Android 7.1.1 Nougat হলেও Android 8.1 Oreo আপডেট করা যাবে।

৩০০০ এমএএইচের ব্যাটারি এটি। স্ট্যান্ডবাই টাইম ৩২ দিন। আঠেরো ঘণ্টা ধরে কথা বলা যাবে, গান শুনতে পারেন ২২ ঘণ্টা ধরে। এছাড়াও এতে smart amplifier chip (TFA9891) এবং Dolby Technology Dolby Atmos স্পিকার্স রয়েছে এই ফোনে। রয়েছে অনেক রঙের ভেরিয়েন্টে।

Best Mobiles in India

Read more about:
English summary
Nokia 6 has received a price of Rs. 500 in India taking its pricing down to Rs. 12,999. The online retailer Amazon India is also offering several other benefits such as EMI payment options and exchange offer up to Rs. 10,711. The Nokia 6 has got the price cut when the Nokia 6 (2018) is expected to be launched in India on April 4.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X