দাম কমলো নোকিয়া ৬ এর

|

ভারতে ১,৫০০ টাকা দাম কমলো নোকিয়া ৬ (3GB) এর। গত বছন জুনে ভারতে লঞ্চ হয়েছিল নোকিয়া ৬। লঞ্চের সময় ফোনের দাম ছিল ১৪,৯৯৯ টাকা। এবার দাম কমায় এই স্মার্টফোনটি পাওয়া যাবে ১৩,৪৯৯ টাকায়। শুধুমাত্র অ্যামাজনেই পাওয়া যাবে এই ফোন। তবে স্টক থাকা পর্যন্ত পাওয়া যাবে এই ডিসকাউন্ট।

দাম কমলো নোকিয়া ৬ এর

নোকিয়া ৬ (২০১৮) ভার্সান লঞ্চের আগে নিজেদের স্টক ক্লিয়ারের জন্যই এই ডিসকাউন্ট। এছাড়াও কোম্পানি লঞ্চ করেছে নোকিয়া ৬ এর 4GB ভেরিয়েন্ট। এই ভেরিয়েন্টে রয়েছে 64GB স্টোরেজ। আসুন দেখে নেওয়া যাক নোকিয়া ৬ এর স্পেসিফিকেশান।

নোকিয়া ৬ এ থাকছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি আইপিএস এলসিডি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে অক্টাকোর স্ন্যাপড্রাগন ৪৩০ চিপসেট। সাথে থাকবে ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি স্টোরেজ। মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।

ছবি তোলার জন্য নোকিয়া ৬ এ থাকছে ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ক্যামেরার সাথেই থাকছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ আর পিডিএএফ। সেলফি তোলার জন্য থাকছে ফ্রন্ট ফেসিং ৮ মেগাপিক্সেল ক্যামেরা। সামনে-পিছনে দুটি ক্যামেরাতেই থাকছে এফ/২.০ অ্যাপারচার।

নোকিয়া ৬ এ চলবে অ্যানড্রয়েড ৭.০ নোগাট অপারেটিং সিস্টেম। এছাড়াও থাকছে ডুয়াল স্পীকার, এনএফসি, ওটিজি আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ফাস্ট চার্জিং সহ ৩০০০ এম এ এইচ ব্যাটারি।

এই সপ্তাহে প্লেস্টেশান ৪ এর জন্য আসতে চলা গেমগুলিএই সপ্তাহে প্লেস্টেশান ৪ এর জন্য আসতে চলা গেমগুলি

Best Mobiles in India

Read more about:
English summary
Nokia 6 (3GB) has received a price cut of Rs. 1,500 in India. HMD Global had launched the smartphone in India back in June 2017. It was launched at Rs. 14,999, and now after the price cut, the Nokia 6 is available at Rs. 13,499 on Amazon.in. Do note that this discount will be valid only until the stocks last.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X