JioPhone 2 এর পরে এবার Nokia 8110 4G তে WhatsApp ব্যবহার করা যাবে

১৫ আগস্ট থেকে কোম্পানিত নতুন ফিচারফোন JioPhone 2 কিনতে পাওয়া যাবে। JioPhone 2 তে YouTube ও WhatsApp সাপোর্টের কথা ঘোষনা করেছে জিও। আর এর পরেই নিজেদের Nokia 8110 4G ফোনে WhatsApp সাপোর্টের কথা ঘোষনা কর

By GizBot Bureau
|

বৃহষ্পতিবার কোম্পানির বার্ষিক সাধারন সভাইয় JioPhone 2 ও Jio GigaFiber লঞ্চ করেছে জিও। ১৫ আগস্ট থেকে কোম্পানিত নতুন ফিচারফোন JioPhone 2 কিনতে পাওয়া যাবে। JioPhone 2 তে YouTube ও WhatsApp সাপোর্টের কথা ঘোষনা করেছে জিও। আর এর পরেই নিজেদের Nokia 8110 4G ফোনে WhatsApp সাপোর্টের কথা ঘোষনা করল HMD Global।

JioPhone 2 এর পরে এবার Nokia 8110 4G তে WhatsApp ব্যবহার করা যাবে

কলার মতো আকৃতি হওয়ায় 'বানানা ফোন’ নামেই টেক দুনিয়ায় জনপ্রিয় Nokia 8110 4G। এই ফোনে JioPhone 2 এর মতোই KaiOS অপারেটিং সিস্টেম চলে। ইতিমধ্যেই এই ফোনে Google Search, Google Maps আর Google Assistant ফিচার লঞ্চ করেছে Nokia। এবার Nokia 8110 4G তে WhatsApp সাপোর্টের কথা ঘোষনা করল Nokia।

ভারতের বাজারে দারুন জনপ্রিয় হয়েছে গত বছর লঞ্চ হওয়া ফিচারফোন JioPhone। জিও জানিয়েছে এই মুহুর্তে ভারতে ২.৫ কোটিন জিওফোন গ্রাহক রয়েছে। আর সেই ফোনকে চ্যালেঞ্জ জানিয়ে ভারতে Nokia 8110 4G লঞ্চ করেহিল HMD Global।

মে মাসে এক রিপোর্টে জানা গিয়েছিল এই দুই ফোনের অপারেটিং সিস্টেম KaiOS এর জন্য WhatsApp তৈরীর কাজ চলছে। ১৫ আগস্ট থেকে JioPhone এ WhatsApp ব্যবহার করা যাবে। তবে অন্য KaiOS ফোনে কবে WhatsApp লঞ্চ হবে তা জানা যায়নি।

Nokia 8110 4G স্পেসিফিকেশান

Nokia 8110 4G তে রয়েছে একটি 2.45 ইঞ্চি QVGA ডিসপ্লে। এই ডিসপ্লের রেসলিউশান ২৪০x৩২০ পিক্সেলস। ফোনের ভিতরে থাকবে একটি 1.1 GHz ডুয়াল কোর Snapdragon 202 চিপসেট ও 512 MB RAM। Nokia 8110 4G তে থাকবে একটি ডুয়াল সিম সাপোর্ট, 2MP ক্যামেরা আর 4GB ইন্টারনাল স্টোরেজ। এর সাথেই Nokia 8110 4G তে একটি 1500 mAh ব্যাটারি থাকবে। এই ফোনে ২৫ দিনের স্ট্যান্ডবাই ব্যাক আপ পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য Nokia 8110 4G তে থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS, FM রেডিও ও একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

নিজের ফোনে iOS 12 পাবলিক বিটা ভার্সান ইনিস্টল করে বন্ধুদের চমকে দিননিজের ফোনে iOS 12 পাবলিক বিটা ভার্সান ইনিস্টল করে বন্ধুদের চমকে দিন

Best Mobiles in India

Read more about:
English summary
HMD Global has teased that the Nokia 8110 4G will also get WhatsApp support. Nokia 8110 4G feature phone also called banana phone was unveiled at the MWC 2018 tech show.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X