ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে নোকিয়া ৯ এ

গত মোবাইল কংগ্রেসের ইভেন্টে নোকিয়া অ্যানাউন্স করেছিল তাদের নতুন নোকিয়া ১, নোকিয়া ৬ (২০১৮), নোকিয়া ৭ আর নোকিয়া ৮ মডেল। যদিও এই ফোনগুলির হার্ডোয়ারে কোন বিশেষ পরিবর্তন ছিল না।

|

গত মোবাইল কংগ্রেসের ইভেন্টে নোকিয়া অ্যানাউন্স করেছিল তাদের নতুন নোকিয়া ১, নোকিয়া ৬ (২০১৮), নোকিয়া ৭ আর নোকিয়া ৮ মডেল। যদিও এই ফোনগুলির হার্ডোয়ারে কোন বিশেষ পরিবর্তন ছিল না। যদিও শোনা যাচ্ছে নোকিয়া প্রস্তুত হচ্ছে তাদের নতুন হাই এন্ড ডিভাইস নোকিয়া ৮ প্রো আর নোকিয়া ৯ স্মার্টফোন লঞ্চের জন্য।

ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে নোকিয়া ৯ এ

নোকিয়ার নতুন ফ্ল্যাগশিপ নোকিয়া ৯। এক রিপোর্টে জানানো হয়েছে নোকিয়া ৯ এর ডিসপ্লেতে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এই বছরের গ্রীষ্মের শেষের দিকে লঞ্চ হতে পারে এই ফোন। উৎসবের মরসুমের প্রাক্কালে এই ফোন হবে নোকিয়ার ফ্ল্যাগশিপ মার্কেটের ট্রাম্পকার্ড।

নোকিয়া ৯ এ প্রিলোডেড থাকবে স্টক অ্যানড্রয়েড ওরিও। ডিসপ্লের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ছাড়াও এই ফোনে থাকবে কার্ভড ডিসপ্লে প্ল্যানেল।

যদিও নোকিয়ার তরফে এই কোন খবরের সত্যতাই স্বীকার করা হয়নি। যদিও এর আগে ভিভো এক্স২০ ফোনে প্রথম দেখা গিয়েছিল ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

এই খবর যদি সত্যি হয় তবে নোকিয়া ৯ হবে নোকিয়ার সবথেকে হাই এন্ড স্মার্টফোন। এছাড়াও আশা করা হচ্ছে এই ফোনে থাকবে বেস্ট ইন ক্লাস ক্যামেরা আর প্রিমিয়াম ডিজাইন। এছাড়াও এই ফোনে ব্যাবহার হুতে পারে লেটেস্ট Qualcomm Snapdragon 845 চিপসেট।

আগামি ২৭ মার্চ লঞ্চ হবে নতুন Vivo V9আগামি ২৭ মার্চ লঞ্চ হবে নতুন Vivo V9

Best Mobiles in India

Read more about:
English summary
Nokia 9 is believed to be announced with an in-display fingerprint sensor. HMD Global might unveil the flagship smartphone sometime in the third quarter of this year. We can expect the Nokia 9 to use the in-display fingerprint sensor supplied by Synaptics, which supplied the module for the Vivo X20 Plus.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X