এবার বিশ্ব বাজারে লঞ্চ হবে Nokia-র এই স্মার্টফোন

By GizBot Bureau
|

গত মাসেই চিনে এক ইভেন্টে কোম্পানির লেটেস্ট বাজেট ফোন Nokia X6 লঞ্চ করেছিল HMD Global। তবে শুধুমাত্রর চিনের বাজারেই এই ফোন লঞ্চ করেছিল Nokia। বিশ্ব বাজারে এই ফোন কবে লঞ্চ হবে সেই বিষয় একোন তথ্য জানায়নি কোম্পানিটি। আর এবার কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে লিস্টিং এ Nokia X6 ফোনটি দেখা গেল। অল্প কিছু সময়ের জন্য কোম্পানির গ্লোবাল ওয়েবসাইটে এই ফোন কেনার অপশান চালু হয়ে গিয়েছিল। আর এই ঘটনার পর থেকেই Nokia X6 এর বিশ্ব বাজারে লঞ্চ নিয়ে জল্পনা শুরু হয়েছে। মনে করা হচ্ছে খুব শিঘ্রই বিশ্ব বাজারে Nokia X6 লঞ্চ করবে HMD Global।

এবার বিশ্ব বাজারে লঞ্চ হবে Nokia-র এই স্মার্টফোন

প্রসঙ্গত কিছুদিন আগেই এক রিপোর্টে ব্লুটুথ সার্টিফিকেশান ওয়েবসাইটে Nokia X6 কে দেখা গিয়েছিল। তখনই বিশেষজ্ঞরা এই ফোন বিশ্ব বাজারে লঞ্চ হওয়ার কথা জানিয়েছিলেন। আর এবার কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে এই ফোন দেখতে পাওয়ায় বিশ্ব বাজারে Nokia X6 লঞ্চের সম্ভাবনা আরও বেড়ে গেল। প্রসঙ্গত চিনে Nokia X6 এর দাম ১,২৯৯ ইউয়ান (প্রায় ১৩,৮০০ টাকা)। তবে ভারতের বাজারে এই ফোন লঞ্চ হবে কী না সেই বিষয়ে কোন তথ্য জানা যায়নি।

Nokia X6 এর সম্ভাব্য স্পেসিফিকেশান

ডুয়াল সিম নোকিয়া এক্স ৬ এ প্রিলোডেড থাকবে লেটেস্ট অ্যানড্রয়েড ওরিও ৮.১। এছাড়াও নোকিয়ার নতুন এই ফোনে থাকবে ৫.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে থাকবে স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসার সাথে থাকবে 4/6GB RAM।

নোকিয়ার লেটেস্ট এই স্মার্টফোনে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এর প্রাইমারী সেন্সারটি ১৬ মেগাপিক্সেল আর রয়েছে ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই ক্যামেরায় তোলা ছবির কোয়ালিটি আরও ভালো করে দেবে ফোনের সফটওয়ার। এছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরাতে রয়েছে HDR সাপোর্ট।

ফোনের সামনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে একটি বিশেষ ফিচারের মাধ্যমে ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা দিয়ে একসাথে ছবি তোলা যাবে। এছাড়াও নোকিয়া এক্স ৬ এ রয়েছে ফেস আনলক ফিচার।

কবে লঞ্চ হবে Redmi 6 Pro?কবে লঞ্চ হবে Redmi 6 Pro?

নোকিয়া এক্স ৬ এর ব্যাটারির ক্ষমতা 3060mAh। কুইক রার্চ ৩.০ টেকনলজির মাধ্যমে খুব জলদি চার্জ হয়ে যাবে এই ফোন। এছাড়াও নোকিয়া এক্স ৬ এ রয়েছে হেডফোন জ্যাক আর USB Type-C পোর্ট।

Best Mobiles in India

Read more about:
English summary
Nokia X6 smartphone was launched in China back in May and the latest leak hints that the smartphone may launch in international markets which may include India as well.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X