বাজারে ডিসকাউন্টে মিলছে Gionee A1

পুজোর মরশুমে ডিসকাউন্ট দিচ্ছে জিওনি। জিওনি এ ওয়ানে মিলছে ৩ হাজার টাকার ছাড়

By Sabyasachi Chakraborty
|

উত্সবের মরশুম শুরু হয়ে গিয়েছে। বাজার ধরতে অনেক স্মার্টফোনের সঙ্গে Gionee –ও ডিসকাউন্টে বিক্রি করছে তাদের স্মার্টফোন। Gionee A1 এখন ৩ হাজার টাকা ডিসকাউন্টে দিচ্ছে এই সংস্থা।

বাজারে ডিসকাউন্টে মিলছে Gionee A1

Gionee A1 এর আসল দাম ১৯ হাজার ৯৯৯ টাকা। ডিসকাউন্টের পর এখন ফোনের দাম হয়েছে ১৬ হাজার ৯৯৯ টাকা। এছাড়াও রিলায়েন্স জিও-র গ্রাহকদের জন্য আছে ডেটা অফার।

আসলে জিও নেটওয়ার্কে যদি Gionee A1 প্রথমবার কেউ চালু করেন, তবে ৩০৯ টাকা বা তার বেশি রিচার্জ করলে অতিরিক্ত ৬০ জিবি ৪জি ডেটা মিলবে। পর পর ছটি ৩০৯ বা তার বেশি রিচার্জে এই সুবিধা মিলছে।

MWC 2017-তে লঞ্চ হয়েছিল Gionee A1 । তখন সংস্থার তরফে বলা হয়েছিল এর ইউএসপি হল বড় শক্তিশালী ব্যাটারি আর দুর্দান্ত সেলফি ফটো কোয়ালিটি।

এবার অফলাইনে ট্রান্সলেট করুন গুগুল ট্রান্সলেট অ্যাপেএবার অফলাইনে ট্রান্সলেট করুন গুগুল ট্রান্সলেট অ্যাপে

আসুন ফোনের ফিচার্স গুলো আরেকবার মনে করে নেওয়া যাক। Gionee A1 এ রয়েছে 16-megapixel front-facing fixed focus ক্যামেরা, যার f/2.0 aperture, 1/3.06-inch sensor, 5P lens, এবং flash. রিয়ারে রয়েছে there is a 13-megapixel primary ক্যামেরা, 1/3.06-inch Sony IMX258 sensor এবং dual-LED flash.

এছাড়াও এই ফোন Amigo 4.0 based on Android 7.0 এবং 4010mAh nonremovable ব্যাটারি. চেহারায় 154.50 x 76.50 x 8.30 (height x width x thickness) এবং weigh 183.00 grams।

এতে রয়েছে ডুয়াল সিম। ন্যানো আর মাইক্রো সিম থাকতে পারে। কানেক্টিভিটিতে রয়েছে Wi-Fi, GPS, Bluetooth, USB OTG, FM, 3G এবং 4G ( Band 40 সাপোর্ট করবে যা দেশের কিছু LTE নেটওয়ার্ক সাপোর্ট করে)। সেন্সরের মধ্যে রয়েছে Compass Magnetometer, Proximity sensor, Accelerometer, Ambient light sensor এবং Gyroscope

Best Mobiles in India

Read more about:
English summary
Gionee India is aiming to give something to the consumers and its fans this festive season.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X