এবার আপনাকে নতুন চাকরি খুঁজে দেবে গুগুল

|

ভারতে যাঁরা চাকরি খুঁজছেন তাদের জন্য এক নতুন টুল নিয়ে এলো গুগুল। গত বছর আমেরিকায় লঞ্চ হওতা গুগুল ফর জবস এর উপর ভিত্তি করে নতুন এই টুলের ফলে এদেশের ইন্টারনেট গ্রাহকরা আরও সহজে নতুন চাকরি খুঁজে পাবেন। গুগুল অ্যাপ ও গুগুল সার্চের ডেক্সটপ ও মোবাইল ভার্সানে ব্যাবহার করা যাবে নতুন এই টুল। দেশের সেরা জব পোর্টালগুলির সাথে বোঝাপড়া করে এই টুল লঞ্চ করেছে গুগুল। এছাড়াও খুব শিঘ্রই সরকারি চাকরির খবরও পাওয়া যাবে গুগুল সার্চের মাধ্যমে।

এবার আপনাকে নতুন চাকরি খুঁজে দেবে গুগুল

নতুন এই ফিচার ব্যাবহার করতে আপনাকে লিখতে হবে 'জবস নিয়ার মি’ বা 'জবস ফর ফ্রাশার্স’ এর মতো সার্চ। এর পরে আপনি দেখতে পেয়ে যাবেন আপনার নির্দিষ্ট কাজটি। এছাড়াও বিভিন্ন জব পোর্টালের লিস্ট আলাদা করে দেখা যাবে নতুন এই টুলের মাধ্যমে।

রেজাল্ট পেয়ে যাওয়ার পরে বিভিন্ন ফিল্টার ব্যাবহার করে আপনি খুঁজে নিতে পারবেন আপনার জন্য আদর্শ চাকরিটি। আপনি জব প্রোফাইল, টাইটেল, লোকেশান, কোম্পানি টাইপ বিভিন্নভাবে ব্যাবহার করতে পারবেন এই ফিল্টারগুলিকে। এছাড়াও আপনি ভবিষ্যতে ফিরে আসার জন্য বুকমার্ক করতে পারেন কোন নির্দিষ্ট চাকরির পেজ। এছাড়াও একই রকমের চাকরির নতুন সুযোগ আসলে আপনি তৈরী করে ফেলতে পারেন অ্যালার্ট।

যদিও আপনি গুগুলের মাধ্যমে সসাসরি কোন চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। গুগুল সার্চের থেকে আপনাকে পাঠিয়ে দ্দেওয়া হবে নির্দিষ্ট জব লিস্টিং ওয়েবসাইটে।

যদিও বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে বারবার সার্চ করার থেকে গুগুলের নতুন এই সার্চ নিশ্চই কাজে লাগবে নতুন কাজের সন্ধানে থাকা ব্যাক্তিদের।

কেন প্রশ্ন উঠছে নতুন গুগুল চ্যাট সার্ভিসের সুরক্ষা নিয়ে?কেন প্রশ্ন উঠছে নতুন গুগুল চ্যাট সার্ভিসের সুরক্ষা নিয়ে?

Best Mobiles in India

Read more about:
English summary
Google launched new job search feature on their search engine. It’ll Show results from different job listing websites.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X