অবশেষে লঞ্চ হল তিনটি নতুন জেনারেশানের Nvidia গ্রাফিক্স কার্ড

By GizBot Bureau
|

নতুন জেনারেশানের গ্রাফিক্স কার্ড সামনে নিয়ে এলো Nvidia। জার্মানিতে Gamescom 2018 ইভেন্টে নতুন আর্কিটেকচারের এই গ্রাফিক্স কার্ডগুলি লঞ্চ করেছে Nvidia। আপাতত তিনটি নতুন গ্রাফিক্স কার্ড লঞ্চ করেছে Nvidia। Nvidia RTX 2000 সিরিজের অধীনে বিভিন্ন দামে এই গ্রাফিক্স কার্ড গুলি লঞ্চ করা হয়েছে। বাজারে গত জেনারেশানের Nvidia GTX 1070, 1080 আর 1080 Ti গ্রাফিক্স কার্ডগুলির পরিবর্তে বাজারে আসবে নতুন Nvidia RTX 2070, 2080, আর 2080 Ti গ্রাফিক্স কার্ডগুলি।

অবশেষে লঞ্চ হল তিনটি নতুন জেনারেশানের Nvidia গ্রাফিক্স কার্ড

কত দাম? কবে থেকে কেনা যাবে?

Nvidia RTX 2070 এর দাম ৪৯৯ মার্কিন ডলার (প্রায় ৩৫,০০০ টাকা)) কবে থেকে পাওয়া যাবে তা জানায়নি কোম্পানি।

Nvidia RTX 2080 এর দাম ৬৯৯ মার্কিন ডলার (প্রায় ৪৯,০০০ টাকা), ২০ সেপ্টেম্বর থেকে কেনা যাবে।

Nvidia RTX 2080 Ti এর দাম ৯৯৯ মার্কিন ডলার (প্রায় ৭০,০০০ টাকা), ২০ সেপ্টেম্বর থেকে কেনা যাবে।

আগে এই গ্রাফিক্স কার্ড সম্পর্কে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছিল। সেই সব রিপোর্টে যে দাম জানানো হয়েছিল তার থেকে অনেক কম দামে বাজারে নতুন গ্রাফিক্স কার্ডগুলি নিয়ে এসেছে Nvidia।

ফিচার্স

এই প্রথম টার্নিং আর্কিটেকচারের উপরে কাস্টম লেভেল গ্রাফিক্স কার্ড ডিজাইন করল Nvidia। Nvidia RTX 2070, 2080, আর 2080 Ti গ্রাফিক্স কার্ডে রিয়েল টাইম রে ট্রেসিং সাপোর্ট পাওয়া যাবে। এর ফলেই এই গ্রাফিক্স কার্ড সিয়ে আরও তাড়াতাড়ি রেন্ডারিং করা যাবে।

ফিল্ম জগতে ভিসুয়াল এফেক্ট তৈরী করতে এই রে ট্রেসিং টেকনোলজি ব্যবহার হয়। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ও প্রোগ্রামেবেল শেডার্স সহ পাওয়া যাবে নতুন Nvidia RTX 2070, 2080, আর 2080 Ti। এর ফলে কম্পিউটারের পারফর্মেন্সের উন্নতি হবে বলেই মনে করা হচ্ছে।

মার্কিন দুনিয়ায় এই গ্রাফিক্স কার্ড লঞ্চ হলেও তা ভারতে কবে আসবে সেই বিষয়ে কোন তথ্য জানায়নি Nvidia। আপাতত যা খবর সেপ্টেম্বর মাস থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন জেনারেশানের এই গ্রাফিক্স কার্ডগুলি পাওয়া যাবে।

Best Mobiles in India

Read more about:
English summary
The Nvidia RTX 2070, 2080, and the 2080 Ti GPUs will replace the last generation Nvidia GTX 1070, 1080, and 1080 Ti graphics cards, respectively.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X