ওলার অটো রিক্সা পরিষেবার জন্য অটো কানেক্ট ওয়াইফাই

By Sabyasachi Chakraborty
|

দেশের ৭৩টি শহরে অটো রিক্স পরিষেবার জন্য ওলা Auto-Connect Wifi-এর ঘোষণা করল ওলা ক্যাব।

ওলার অটো রিক্সা পরিষেবার জন্য অটো কানেক্ট ওয়াইফাই

অটোর সিনিয়র ডিরেক্টর ও ক্যাটিগরি হেড সিদ্ধার্থ আগরওয়াল জানিয়েছেন, তিন চাকার গাড়িকে নতুন করে হাজির করাতে চাইছেন তারা। কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগকে মাথায় রেখেই অটো কানেক্ট ওয়াইফাই-এর ভাবনা।

আগরওয়াল আরও জানিয়েছেন, এ ধরণের পরিষেবা এই প্রথম। রাস্তায় যতক্ষণ যাত্রীরা থাকবে, সেই সময়টাতে পরিষেবার উন্নতির দিকে নজর দেওয়াই শুধু নয়, দেশের হাজারো যাত্রীর কাছে বিষয়টা যাতে সহজে পৌঁছিয়ে দেওয়া যায় সেই দিকেও নজর দেওয়া হচ্ছে।

প্রথম যে যাত্রীরা এই পরিষেবা নিতে চাইছেন, তাদের অবশ্য প্রথমে নিজে থেকে ওয়াইফাই চালু করতে হবে। অথেন্টিকেশন কি দিতে হবে ফোনে। এরপর থেকে যতবার বুকিং হবে ততবার অটো ওয়াইফাই কানেকশনেই তা হবে।

অ্যান্ড্রয়েড ও আইওএস-এ ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার উপায়অ্যান্ড্রয়েড ও আইওএস-এ ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার উপায়

প্রাইম ক্যাটিগরিতে Ola Auto-Connect Wifi-এর জনপ্রিয়তা কীরকম হয় দেখে, ধীরে ধীরে মিনি, লাক্স ও মাইক্রোতেও এই সুবিধা দেওয়া হবে।

যাতায়াতের ধারণাটাই আসলে বদলাতে চাইছে ওলা। এরসঙ্গে ডিজিটালাইজেশন ঘটিয়ে গ্রাহকের চাহিদাকে আরও উস্কে দেওয়া হচ্ছে।

এর আগে ওলার তরফে জানানো হয়েছে, ওলার প্রাইম ব্যবহারকারীরা মাসে ২০০ টিবি ডেটা ব্যবহার করছে। তবে এখনও পর্যন্ত ওলার গ্রাহকরা গড়ে ২০এমবি ডেটা ব্যবহার করে।

২০১৪ সালে লঞ্চ করেছিল ওলা। ৭৩টি শহরে ১,২০,০০০টি অটোরিক্সা রেজিস্ট্রার হয়েছে ওলায়। নাম লেখাবে আরও অটো।

Ola app for Auto driver রয়েছে ইংরাজিতে। এছাড়া আরও ৮টি ভাষা রয়েছে এতে, বাংলা, গুজরাটি, হিন্দু, কানাড়া, মারাঠি, তামিল, মালয়ালম এবং তেলুগু।

Best Mobiles in India

Read more about:
English summary
Ola soon expanded this offering to other categories including Mini, Lux, and Micro.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X