Just In
Don't Miss
‘ওয়ান নেশান ওয়ান কার্ড’ লঞ্চ করলেন প্রধানমন্ত্রী, এই কার্ড সম্পর্কে দশটি অজানা তথ্য
নাগরিকদের জীবন সহজ করতে 'ওয়ান নেশান ওয়ান কার্ড’ লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে কোনও ধরনের পাবলিক ট্রান্সপোর্ট সহ সারা দেশে একাধিক পরিষেবায় এই কার্ড ব্যবহার করা যাবে। RuPay পেমেন্ট সিস্টেম ব্যবহার করে এই কার্ড কাজ করবে। NPCI এর তত্ত্বাবধানে এই কার্ড থেকে পেমেন্ট করা যাবে। নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে নতুন এই কার্ড।
পাবলিক ট্রান্সপোর্ট, শপিং, পার্কিং, টোল পেমেন্টে 'ওয়ান নেশান ওয়ান কার্ড’ব্যবহার করা যাবে। থাকছে একাধিক ক্যাশব্যাক অফার। তবে শুধুমাত্র দেশে নয়, দেশের বাইরেও এই কার্ড ব্যবহার করা যাবে। মঙ্গলবার এই কার্ডের সুচনা করেছেন দেশের প্রধানমন্ত্রী। শিঘ্রই দেশের নাগরিকদের পকেটে এই কার্ড পৌঁছে যাবে। তাই আগেই 'ওয়ান নেশান ওয়ান কার্ড’ সম্পর্কে দশটি তথ্যে নজর দেওয়া যাক।
১। আপনার ব্যাঙ্কের দেওয়া যে কোনও ডেবিট বা ক্রেডিট কার্ডের মতোই কাজ করবে 'ওয়ান নেশান ওয়ান কার্ড’।
২। RuPay এর মাধ্যমে ডেবিট, ক্রেডিট অথবা প্রিপেড কার্ড হিসাবে কাজ করবে এই কার্ড।
৩। ডেবিট ও ক্রেডিট কার্ড ছাড়াও মেট্রোর স্মার্টকার্ডের কতো কনট্যাক্টলেস কার্ড হিসাবে কাজ করবে 'ওয়ান নেশান ওয়ান কার্ড’।
৪। এই কার্ড পাওয়ার জন্য ব্যাঙ্কের সাথে যোগাযোগ করতে হবে।
৫। জনপ্রিয় ২৫টি ব্যাঙ্ক এই কার্ড দেবে গ্রাহকদের।
৬। পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক গ্রাহকরাও এই কার্ড পাবেন।
৭। পাবলিক ট্রান্সপোর্ট ও শপিং এর জন্য এই কার্ড ব্যবহার করা যাবে।
৮। পার্কিং ও টোল এর টাকা দিতেও কাজে লাগবে এই কার্ড।
৯। থাকছে একাধিক ক্যাশব্যাক অফার।
১০। বিদেশ ভ্রমণের এই কার্ড ব্যবহার করা যাবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190