লঞ্চের ঠিক আগেই ওয়ানপ্লাস ৬ এ তোলা ছবি শেয়ার করলেন কোম্পানির সিইও

|

আজ লন্ডনে এক ইভেন্টে লঞ্চ হবে বহু প্রতিক্ষিত ওয়ানপ্লাস ৬। তার ঠিক আগেই ওয়ানপ্লাস সিইও পিট লাও সোশাল মিডিয়ায় শেয়ার করলেন ওয়ানপ্লাস ৬ এর ক্যামেরায় তোলা কিছু ছবি। গ্রাহকদের নতুন এই ফোনের ক্যামেরার এক ঝলক স্বাদ দিতেই এই পোস্ট করেছেন কোম্পানির সিইও। এই প্রথম ওয়ানপ্লাস ৬ এর ক্যামেরার ছবি দেখা গেল সর্বসমক্ষে। আশা করা হচ্ছে ওয়ানপ্লাস ৬ এ থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। একই সাথে এই ক্যামেরার থাকবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সাপোর্ট।

লঞ্চের ঠিক আগেই ওয়ানপ্লাস ৬ এ তোলা ছবি শেয়ার করলেন কোম্পানির সিইও

চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট উইবোতে এই ছবিগুলি শেয়ার করেছেন পিট। এই ছবির মাধ্যমে কোম্পানির গুনগ্রাহীদের এই ফোনের ক্যামেরার গুনমানের ঝলক দিতে চেয়েছেন পিট। সেখানেই কম আলোতে তোলা এক ছবিতে দেখা যাচ্ছে রাতে তোলা ছবিতে খুব কম নয়েজ। এছাড়াও অন্য ছবিতে দেখা যাচ্ছে দারুন কালার, শার্প ছবি, দারুন ডিটেল ও ডেপ্ত। এই ছবিগুলি দেখে মনে হচ্ছে ওয়ানপ্লাস ৬ এর ক্যামেরার ছবির গুনগত মান বেশ ভাল হতে চলেছে।
লঞ্চের ঠিক আগেই ওয়ানপ্লাস ৬ এ তোলা ছবি শেয়ার করলেন কোম্পানির সিইও

আপাতত ইন্টারনেটে পাওয়া খবর অনুযায়ী ওয়ানপ্লাস ৬ এ থাকতে পারে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরার প্রাইমারী সেন্সার ২০ মেগাপিক্সেল আর সেকেন্ডারী সেন্সারটি ১৬ মেগাপিক্সেল। ওনানপ্লাস ৬ এর সামনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়াও ওয়ানপ্লাসের দাবি ওয়ানপ্লাস ৬ এর ক্যামেরা আইফোন এক্স, স্যামসাং গ্যালাক্সি এস ৯, পিক্সেল ২ এর থেকেও ভালো।
লঞ্চের ঠিক আগেই ওয়ানপ্লাস ৬ এ তোলা ছবি শেয়ার করলেন কোম্পানির সিইও

ভারতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ওয়ানপ্লাস ৬ এর প্রি বুকিং। অ্যামাজনে ১০০০ টাকার গিফট কার্ড কিনে গ্রাহকরা প্রি বিক করতে পারবেন এই ফোন। এর বিনিময়ে অ্যামাজন আপনাকে দেবে ১০০০ টাঁকা ক্যাশব্যাক ও ৩ মাসের অতিরিক্ত ওয়ারিন্টি। আজ লন্ডনে ফোন লঞ্চ হওয়ার পরে আগামী কাল ১৭ মে মুম্বাই ও বেজিং এ আলাদা দুই ইভেন্টে ভারতে ও চীনে লঞ্চ হবে এই ফ্ল্যাগশিপ।

আইফোন থেকে কলার আইডি লুকিয়ে কীভাবে ফোন করবেনআইফোন থেকে কলার আইডি লুকিয়ে কীভাবে ফোন করবেন

Best Mobiles in India

Read more about:
English summary
Lau has shared these camera samples on social networking site Weibo. These four photos are meant to be a testimony to how the optics work on the OnePlus 6.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X