আজ থেকেই কিনতে পারবেন ওয়ানপ্লাস ৬

|

গত সপ্তাহে বিশাল এক ইভেন্টে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ৬। এবার ভারতের বাজারে বিক্রি শুরু হল এই চিনা স্মার্টফোনের। আজ থেকে Amazon.in, Oneplus.in ও পপ আপ স্টোরে পাওয়া যাবে ওয়ানপ্লাসের নতুন এই ফ্ল্যাগশিপ। ভারতের ৮ টি শহরে রয়েছে কোম্পানির পপ আও স্টোর। ওয়ানপ্লাস ৬ এর দাম শুরু হচ্ছে ৩৪,৯৯৯ টাকা থেকে। 6GB/64GB ভেরিয়েন্ট কিনতে খরচ করতে হবে এই টাকা। তিনটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। এছাড়াও রয়েছে একাধিক লঞ্চ অফার। তবে 8GB/128GB ভেরিয়েন্ট কিনতে খরচ হবে ৩৯,৯৯৯ টাকা।

 
আজ থেকেই কিনতে পারবেন ওয়ানপ্লাস ৬

অ্যামাজন আজ দুপুর ১২টায় প্রথম শুরু হবে ওয়ানপ্লাস ৬ এর বিক্রি। মিডনাইট ব্ল্যাক ভেরিয়েন্ট পাওয়া যাবে শুধুমাত্র 8GB/128GB ভেরিয়েন্টে। তবে মিরর ব্ল্যাক পাওয়া যাবে দুটি স্টোরেজ ভেরিয়েন্টেই। আজ শুধুমাত্র অ্যামাজনের প্রাইম সাবস্ক্রাইবাররাই কিনতে পারবেন এই ফন। আগামী কাল থেকে অ্যামাজনে সবার জন্য শুরু হবে এই ফোনের বিক্রি।

SBI ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে এই ফোন কিনলে আপনি পেয়ে যাবেন ২০০০ টাকার ছাড়। এছাড়াও রয়েছে ৩ মাসের নো কস্ট ইএমআই অফার। এছাড়াও ১২ মাসের অ্যাক্সিডেন্টাল ড্যামেজ বিমা বিলামূল্যে পেয়ে যাবেন ওয়ানপ্লাসের তরফে। এছাড়াও৯ লঞ্চ অফারে থাকছে ২৫০ টাকার অ্যামাজন প্রাইম ভিডিও গিফট কার্ড।ও কিন্ডেল স্টোরে ৫০০ টাকা পর্যন্ত ছাড়। এছাড়াও আইডিয়া গ্রাহকরা পাবেন অতিরিক্ত ক্যাশব্যাক। আর ক্লিয়ারট্রিপে বুকিং এ পেয়ে যাবেন ২৫,০০০ টাকা পর্যন্ত ছাড়।

 

ফোনটি কেনার আগে যদি নিজে হাতে দেখে নিতে চান তবে আপনি চলে যেতে পারেন কোম্পানির যে কোন একটি পপ আপ স্টোরে। ভারতের ৮ টি শহরে রয়েছে ওয়ানপ্লাসের পপ আপ স্টোর। আজ বিকেল ৩:৩০ থেকে পপ আপ স্টোরে শুরু হবে এই ফোনের বিক্রি। তবে আগামী কাল থেকে সকাল ১১ টা থেকেই পপ আপ স্টোরে কেনা যাবে এই ফোন।

এছাড়াও আগামিকাল থেকে দেশের সব ক্রোমা স্টোরে শুরু হবে এই ফোনের বিক্রি। এখানেও গ্রাহকরা পেয়ে যাবেন বিভিন্ন ক্যাশব্যাক অফার।

লিনোভোর এই ফোনে থাকবে 4TB ইন্টারনাল স্টোরেজ আর সম্পুর্ণ ফুলস্ক্রিন ডিসপ্লেলিনোভোর এই ফোনে থাকবে 4TB ইন্টারনাল স্টোরেজ আর সম্পুর্ণ ফুলস্ক্রিন ডিসপ্লে

লেটেস্ট ওয়ানপ্লাস ৬ এ রয়েছে ডুয়াল রিয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারী সেন্সারটি ১৬ মেগাপিক্সেল ও সেকেন্ডারী ২০ মেগাপিক্সেল সেন্সার রয়েছে এই রিয়ার ক্যামেরায়। প্রাইমারী ক্যামেরাতে অপ্টিকাল ও ইলেকট্রনিক দুই ইমেজ স্টেবিলাইজেশানের সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরায় তোলা যাবে ৪৮০ ফ্রেম পার সেকেন্ডে স্লো মোশান ভিডিও। নতুন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে পোট্রেট মোড। এছাড়াও এই ক্যামেরায় রয়েছে ফেস আনলকের ফিচার। এর মাধ্যমে মাত্র ০.৪ সেকেন্ডে আনলক হয়ে যাবে আপনার ফোন।

ওয়ানপ্লাস ৬ এ রয়েছে 3300 mAh ব্যাটারি। এর সাথেই রয়েছে কোম্পানির জনপ্রিয় ড্যাশ চার্জিং টেকনোলজি। কোম্পানির দাবি মাত্র ৩০ মিনিটের চার্জে এই ফোন সারাদিন চলতে সক্ষম।

Best Mobiles in India

Read more about:
English summary
The sale of the smartphone is to happen today for the Amazon Prime members.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X