মঙ্গলবার থেকে বিক্রি শুরু হবে OnePlus 6 সিল্ক এডিশান

By GizBot Bureau
|

OnePlus 6 এর সিল্ক হোয়াইট এডিশান এর বিক্রি শুরু হবে 5 জুন। শুধুমাত্র Amazon.in এবং oneplus.in এ পাওয়া যাবে লিমিটেড এডিশান এই লিমিটেড এডিশানের এই ফোন কেনার জন্য অ্যামাজনে ইতিমধ্যেই দেখা গিয়েছে এই ফোনটি।

মঙ্গলবার থেকে বিক্রি শুরু হবে OnePlus 6 সিল্ক এডিশান

নতুন এই লিমিটেড এডিশান ফোনের ইন হ্যান্ড এক্সপিরিয়েন্স বেশ চমকপ্রদ। এই মুহুর্তে বাজারে থাকা যে কোন ফোনের থেকে আলাদা এই ফোনের টেক্সচার। এই ফোনটি ব্যাবহারের সময় ফোনের পিছন কাঁচ দিয়ে তৈরী তা বোঝা যায় না।

সাদা রঙের ব্যাককভার ছাড়াও এই ফোনের পিছনে থাকবে রোজ গোল্ড অ্যাকসেন্ট ফ্রেম, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ক্যামেরা। যদিও সবার পছন্দ নাও হতে পারে এই রোজ গোল্ড রঙ, কিন্তু সিল্ক হোয়াইট টেক্সচারটি নিশ্চিতভাবে গ্রাহকের মন জয় করবে।

OnePlus বলছে যে কাঁচের ছয়টি ভিন্ন স্তর দিয়ে ব্যাক কভার টি তৈরি করা হয়েছে। এর ফলে আরও আরও মসৃণ ও সাদা হয়েছে ফোনের ব্যাক। আর এই ফোনে ষ্পর্শ করলে এক ম্যাজিকাল অভিজ্ঞতা হবে গ্রাহকদের।

যদিও, OnePlus 6 সিল্ক হোয়াইট লিমিটেড এডিশান ফোনে matte black এবং mirror black এর মতো একই হার্ডওয়ার থাকবে। অর্থাৎ শক্তিশালী Snapdragon 845 চিপসেট, 8 GB RAM এবং 128 জিবি স্টোরেজ।

এছাড়াও এই ফোনে থাকবে ডুয়াল রিয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারী সেন্সারটি ১৬ মেগাপিক্সেল ও সেকেন্ডারী ২০ মেগাপিক্সেল সেন্সার রয়েছে এই রিয়ার ক্যামেরায়। প্রাইমারী ক্যামেরাতে অপ্টিকাল ও ইলেকট্রনিক দুই ইমেজ স্টেবিলাইজেশানের সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরায় তোলা যাবে ৪৮০ ফ্রেম পার সেকেন্ডে স্লো মোশান ভিডিও। নতুন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে পোট্রেট মোড। এছাড়াও এই ক্যামেরায় রয়েছে ফেস আনলকের ফিচার। এর মাধ্যমে মাত্র ০.৪ সেকেন্ডে আনলক হয়ে যাবে আপনার ফোন।

আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন হ্যাকপ্রুফ বানাবেন কীভাবেআপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন হ্যাকপ্রুফ বানাবেন কীভাবে

সিটি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে এই ফোন কিনলে গ্রাহকরা ২০০০ টাকা ক্যাশব্যাক পাবেন। এছাড়াও সব বড় ব্যাং আপনাকে দেবে তিন মাসের নো কস্ট EMI। আর এই ফোন কেনার পরে ফোনে Kotak 811 অ্যাপ ডাউনলোড করলে ১২ মাসের অ্যাক্সিডেন্টাল ড্যামেজ বিমা পেয়ে যাবেন গ্রাহকরা।

এর সাথেই পাবেন অ্যামাজন প্রাইম ভিডিওতে ২৫০ টাকা ছাড়, আর কিন্ডেল স্টোরে ৫০০ টাকার ছাড়। আগামী ৫ জুন থেকে অ্যামাজনে এই ফোন কিনতে পাওয়া যাবে।

Best Mobiles in India

Read more about:
English summary
OnePlus 6 Silk White Limited Edition Will Go on Sale on 5 June

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X