OnePlus 6T ফোনে ১,৫০০ টাকা ছাড় পাবেন কীভাবে?

|

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে OnePlus 6T। তিনটি আলাদা ভেরিয়েন্টে ভারতে পাওয়া যায় এই ফোন। 6GB RAM আর 128GB স্টোরেজে OnePlus 6T ফোনের দাম ৩৭,৯৯৯ টাকা 8GB আর 128GB স্টোরেজে OnePlus 6T ফোনের দাম ৪১,৯৯৯ টাকা। আর সর্বোচ্চ 8GB RAM আর 256GB স্টোরেজে মিডনাইট ব্ল্যাক OnePlus 6T ফোনের দাম ৪৫,৯৯৯ টাকা। শুধুমাত্র Amazon.in থেকে ভারতে পাওয়া যাবে OnePlus 6T। সম্প্রতি OnePlus 6T ফোনে সাথে আকর্ষনীয় ছাড় ঘোষণা করেছে কোম্পানি।

OnePlus 6T ফোনে ১,৫০০ টাকা ছাড় পাবেন কীভাবে?

সম্প্রতি OnePlus 6T কিনলে ১,৫০০ টাকা ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সিটি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড গ্রাহকরা OnePlus 6T ফোন কিনলে এই ছাড় পাবেন। শুধুমাত্র Amazon, OnePlus অফিশিয়াল ওয়েবসাইট আর OnePlus এক্সপেরিয়েন্স স্টোর থেকে OnePlus 6T কিনলে এই অফারের সুবিধা পাওয়া যাবে। ২৩ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এই অফার ভ্যালিড থাকবে। OnePlus 6T ফোনে ১,৫০০ টাকা ছাড় পেতে সিটি ব্যাঙ্ক ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে ফোন কিনতে হবে। ২০১৯ সালের ১০ মার্চের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্টে ক্যাশব্যাকের টাকা পৌঁছে যাবে।

OnePlus 6T তে রয়েছে একটি ৬.৪১ ইঞ্চি FHD+, Optic AMOLED ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৫:৯। ডিসপ্লের উপরে থাকছে একটি ছোট নচ। এছাড়াও সুরক্ষার জন্য থাকছে লেটেস্ট জেনারেশানের গোরিলা গ্লাস। OnePlus 6T এর ভিতরে থাকবে Snapdragon 845 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ। OnePlus 6T ফোনে চলবে লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম। এর উপরেই থাকবে কোম্পানির নিজস্ব OxygenOS স্কিন।

OnePlus 6T ফোনের ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। 128GB ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। এই ফোন থেকে 3.5 মিমি হেডফোন জ্যাক বাদ গেলেও ফোনের সাথেই একটি USB Type-C থেকে 3.5 মিমি জ্যাক কনভার্টার ডঙ্গল দিচ্ছে OnePlus। OnePlus 6T এর ভিতরে রয়েছে একটি 3,700 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য OnePlus 6T তে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802ac (ডুয়াল ব্যান্ড, 2.4GHz and 5GHz), Bluetooth v5.0, NFC, GPS/ A-GPS আর একটি USB Type-C (v2.0) পোর্ট।

ছবি তোলার জন্য OnePlus 6T তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ফোনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল প্রাইমারিউ সেন্সার আর একটি ২০ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। এই ক্যামেরায় থাকছে বিশেষ ইমেজ স্টেবিলাইজেশান টেকনোলজি। সেলফি তোলার জন্য থাকছে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। OnePlus 6T ফোনের তিনটি ক্যামেরাতেই থাকছে Sony সেন্সার।

Best Mobiles in India

Read more about:
English summary
Buy OnePlus 6T with Rs. 1,500 cashback until December 10: Here’s how you can avail the discount

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X