কেমন দেখতে হবে নতুন Oneplus 6T?

By GizBot Bureau
|

প্রতি বছরে দুটি করে ফ্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করে OnePlus। এই বছর ইতিমধ্যেই OnePlus 6 ফোও লঞ্চ করেছে কোম্পানি। ইতিমধ্যেই বিশ্বের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে ঝড় তুলেছে OnePlus এর লেটেস্ট ফ্ল্যাগশিপ। তবে এই বছরের শেষে নতুন একটি ফোন লঞ্চ করতে চলেছে কোম্পানি।

 
কেমন দেখতে হবে নতুন Oneplus 6T?

ইন্টারনেটে শোনা যাচ্ছে এই বছর নভেম্বর মাসে কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ Oneplus 6T বাজারে আসবে। এই ফোনে থাকতে পারে পপ আপ সেলফি ক্যামেরা। এর ফলে ডিসপ্লের উপরে কোন কালো নচ দেখা যাবে না। ইতিমধ্যেই এই ফোনের একটি ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে। এই ছবিতে দেখা যাচ্ছে এই ফোনে Vivo NEX ফোনের মতো পপ-আপ সেলফি ক্যামেরা থাকবে।

ডুয়াল পপ আপ সেলফি ক্যামেরা

 

Vivo NEX ফোনের মতো একই ভাবে এই সেলফি ক্যামেরা কাজ করলেও Oneplus 6T তে ডুয়াল সেলফি ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে। এর ফলে এই ফোনে তোলা সেলফিতে আরও ভালো বোকেহ এফেক্ট পাওয়া যাবে।

ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার

ফাঁস হওয়া ছবিতে দেখা যাচ্ছে Oneplus 6T এর ডিসপ্লের নীচে ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। ইতিমধ্যেই Vivo, Xiaomi, Huawei এর একাধিক ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা গিয়েছে। এবার Oneplus 6T ফোনেও এই ফিচার আসতে চলেছে।

ট্রিপল ক্যামেরা সেট আপ

ফাঁস হওয়া এই ছবিতে দেখা গিয়েছে Oneplus 6T এর পিছনে তিনটি ক্যামেরা থাকবে। আগে Huawei P20 Pro ফোনে তিনটি ক্যামেরা দেখা গিয়েছিল। Huawei P20 Pro এর ক্যামেরা স্মার্টফোনের জগতে অন্যতম সেরা ক্যামেরা। সেই পথে হেঁটে কোম্পানির পরের ফ্ল্যাগশিপে তিনটি ক্যামেরা ব্যবহার করতে চলেছে OnePlus।

ওয়্যারলেস চার্জিং

Oneplus 6 ফোনে গ্লাস ব্যাক ব্যবহার হলেও ওয়্যারলেস চার্জিং এর ফিচার ছিল না। তবে মনে করা হচ্ছে Oneplus 6T ফোনে এই ফিচার যোগ করা হবে।

ডিজাইন

তবে ডিজাইনের দিক থেকে খুব বেশি বদল হবে না। Oneplus 6 এর মতোই Oneplus 6T ফোনেও কার্ভড গ্লাস ডিজাইন ব্যবহার করা হতে পারে। যদিও ডিসপ্লের উপরে কালো নচ দেখা যাবে না। এর ফলে ফ্রন্ট ক্যামেরাটি ফোনের ভিতরে ব্যবহার করা হয়েছে। প্রয়োজনে এই ক্যামেরা ফোন থেকে বেড়িয়ে আসবে। ফোনের পছনে ভার্টিকালি তিনটি ক্যামেরা ব্যবহার হবে। তবে Oneplus 6T-র ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফোনের পিছন থেকে সরে ডিসপ্লের নীচে স্থান পাবে।

মতামত

যদিও এই সব খবরের কোন সত্যতা জাচাই করেনি Gizbot। ভবিষ্যতে লঞ্চের আগে Oneplus 6T ফোন সম্পর্কে পাওয়া সব খবর আমরা পাঠাকদের জানাতে থাকব।

এবার WhatsApp এর মাধ্যমে লাইভ ট্রেন স্ট্যাটাস চেক করুনএবার WhatsApp এর মাধ্যমে লাইভ ট্রেন স্ট্যাটাস চেক করুন

Best Mobiles in India

Read more about:
English summary
OnePlus 6T is expected to have a complete bezel-less design with no-notch design

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X