লঞ্চের আগেই ফাঁস হল OnePlus 6T ফোনের দাম ও স্পেসিফিকেশান

|

আগামী ২৯ অক্টোবর নিউ ইয়র্কে এক ইভেন্টে লঞ্চ হবে নতুন OnePlus 6T। লঞ্চের আগেই ফাঁস হোয়ে গেল OnePlus 6T ফোনের দাম ও স্পেসিফিকেশান। ইউরোপের এক ওয়েবসাইটে ফাঁস হয়ে গেল নতুন এই ফ্ল্যাগশিপের সব তথ্য। জার্মার রিটেলার 'ওট্টো’ ওয়াবসাইটে OnePlus 6T ফোন দেখা গিয়েছে। এই ওয়াবসাইটে 8GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে দেখা গিয়েছে এই স্মার্টফোন। ভারতে OnePlus 6T লঞ্চ হবে ৩০ অক্টোবর। নতুন দিল্লিতে এক ইভেন্টে এই স্মার্টফোন লঞ্চ করবে ওয়ানপ্লাস।

 
লঞ্চের আগেই ফাঁস হল OnePlus 6T ফোনের দাম ও স্পেসিফিকেশান

ওট্টো ওয়াবসাইটে 8GB RAM আরভ 128GB স্টোরেজ ভেরিয়েন্টের OnePlus 6Tফোনের দাম ৫৬৯ ইউরো (প্রায় ৪৭,৭৭৯ টাকা)। অন্যদিকে OnePlus 6 এর দাম ৫৫৯ ইউরো (প্রায় ৪৬,৯৪০ টাকা)। দামের সাথেসাথেই এই ওয়েবসাইটে OnePlus 6Tফোনের স্পেসিফিকেশান জানানো হয়েছে।

OnePlus 6T স্পেসিফিকেশান

 

OnePlus 6Tফোনে থাকবে একটি ৬.৪১ ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৫:৯। ডিসপ্লের উপরে থাকবে একটি ছোট ওয়াটারডপ নচ। ফোনের ভিতরে থাকবে 6GB/8GB RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ। এছাড়াও OnePlus 6Tফোনের ভিতরে থাকবে একটি 3700 mAh ব্যাটারি।

ছবি তোলার জন্য OnePlus 6T তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার থাকবে। সাথে থাকবে একটি ২০ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। এছাড়াও সেলফি তোলার জন্য OnePlus 6Tতে থাকবে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য OnePlus 6T তে রয়েছে ডুয়াল সিম 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS/A-GPS, NFC সাপোর্ট আর একটি type-C USB পোর্ট।

Android 9.0 Pie অপারেটিং সিস্টেমে বাজারে আসবে OnePlus 6T। এছাড়াও নতুন OnePlus ফ্ল্যাগশিপের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। যদিও OnePlus 6T থেকে বাদ গিয়েছে ৩.৫ মিমি হেডফোন জ্যাক। ইতিমধ্যেই ভারতে অ্যামাজন ওয়েবসাইট থেকে OnePlus 6T প্রি-অর্ডার করা যাচ্ছে।

Best Mobiles in India

Read more about:
English summary
OnePlus 6T, to be launched globally on October 29 in New York, will feature a 6.41-inc FHD+ AMOLED display, as per a product listing that was leaked online.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X