জেনে নিন কবে লঞ্চ হচ্ছে OnePlus 6T

|

শিঘ্রই লঞ্চ হবে কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ OnePlus 6T। ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। এবার ইন্টারনেটে OnePlus 6T ফোনের লঞ্চের দিন ফাঁস হয়ে গেল। চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে OnePlus 6T ফোনের মিডিয়া ইনভাইট ফাঁস হয়ে গিয়েছে। সেখানে দেখা গিয়েছে আগামী ১৭ অক্টোবর লঞ্চ হতে চলেছে OnePlus এর পরবর্তী ফ্ল্যাগশিপ।

 
জেনে নিন কবে লঞ্চ হচ্ছে OnePlus 6T

এই মিডিয়া ইনভাইট থেকে জানা গিয়েছে আগামী ১৭ অক্টোবর লঞ্চ হবে OnePlus 6T। তবে এই ইভেন্ট কখন কোথায় অনুষ্ঠিত হবে তা জানা যায়নি। আশা করা হচ্ছে একই সাথে ভারত, চিন, ইউরোপ ও আমেরিকার বাজারে একসাথে লঞ্চ হবে এই ফোন। প্রসঙ্গত মার্কিন যুক্তরাষ্ট্রে AT&T এর সাথে হাত মিলিয়ে কন্ট্র্যাক্টে লঞ্চ হবে OnePlus 6T। এই প্রথম মার্কিন যুক্ত্রারাষ্ট্রে কোন OnePlus ফোন কেরিয়ার কনট্র্যাক্টের সাথে লঞ্চ হবে।

ইতিমধ্যেই টিভিতে এই ফোনের বিজ্ঞাপনে বিগ বি কে দেখা গিয়েছে। এশিয়া কাপের ক্রিকেট ম্যাচের সময় অনবরত এই বিজ্ঞাপন দেখাচ্ছে চিনের স্মার্টফোন কোওম্পানিটি। এই বিজ্ঞাপনে মিস্টার বচ্চন জানিয়েছেন একটি বিশেষ উপায়ে এই ফোন অনলক করার কথা জানিয়েছেন। যা এই ফোনের ডিসপ্লের নীচের ফিঙ্গারপ্রিন্ট সেন্সারকে ইঙ্গিত করছে। ইতিমধ্যেই টুইটারে এক পোস্টে OnePlus জানিয়েছে কোম্পানির পরবর্তী ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। Vivo V11, Vivo X20 Plus UD, Vivo X21, Vivo Nex আর Huawei Porsche Design Mate RS ফোনগুলিতে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা গিয়েছে।

 

আগে একাধিক রিপোর্টে OnePlus 6T ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকার খবর পাওয়া গিয়েছিল। তবে এই বিজ্ঞাপনে বলিউড সুপারস্টারের হাতে যে ফোনটি দেখা গিয়েছে সেই ফোনে রয়ে ডুয়াল রিয়ার ক্যামেরা।

বিজ্ঞাপন সম্প্রচারিত হওয়ার পরেই OnePlus 6T ফোনের একটি অফিশিয়াল পোস্টার ইন্টারনেটে ফাঁস হয়েছে। শ্ল্যাশলিকস ওয়াবসাইট এই পোস্টার প্রকাশ করেছে। অফিশিয়াল পোস্টারে দেখা যাচ্ছে OnePlus 6T ফোনের উপরে থাকবে ওয়াটারনচ ডিসপ্লে। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে এই খবর জানা গিয়েছিল। যদিও এই প্রথম নয়। বাজারে এখনই একাধিক Vivo ও Oppo ফোনের উপরে এই ডিসপ্লের উপরে একই রমকম ছোট্ট ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেখা দিয়েছে।

প্রসঙ্গত এই বছর মে মাসে লঞ্চ হয়েছিল OnePlus 6। এই ফোনে ছিল Snapdragon 845 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ। OnePlus 6 ফোনের উপরে একটি তুলনামূলক বড় নচ ছিল। এই নচের মধ্যেই ফোনের ফ্রন্ট ক্যামেরা ইয়ারপিস ও কয়েকটি সেন্সার রয়েছে। এবার নতুন ফোনে এই নচের আকার অনেকটাই ছোট করেছে চিনের কোম্পানিটি। এর ফলেই ফোনের ডিসপ্লে আরও আকর্ষনীয় হবে বলে মনে করছেন অনেকেই।

Best Mobiles in India

Read more about:
English summary
OnePlus 6T to launch in India on October 17? Invite leaked online

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X