Just In
Don't Miss
কবে বিক্রি শুরু হবে ওয়ানপ্লাস ৭?
মে মাসে ওয়ানপ্লাস ৭ প্রো এর সাথেই লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস ৭। প্রথম ফোনটি ইতিমধ্যেই বিক্রি শুরু হলেও লঞ্চের সময় কোম্পানি জানিয়েছিল জুন মাসে বিক্রি শুরু হবে ওয়ানপ্লাস ৭। সেই কথা রেখে বুধবার ওয়ানপ্লাস জানিয়েছে ৪ জুন ভারতে বিক্রি শুরু হবে ওয়ানপ্লাস ৭। অ্যামাজন, ওয়ানপ্লাস অনলাইন ও অফিলাইন স্টোর, ক্রোমা ও রিলায়েন্স ডিজিটাল থেকে এই ফোন কেনা যাবে। ৪ জুন দুপুর ১২ টায় বিক্রি শুরু হবে। ওয়ানপ্লাস ৭ এর দাম শুরু হচ্ছে ৩২,৯৯৯ টাকা থেকে। এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট, আর ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা।
ওয়ানপ্লাস ৭ এর দাম
৬ জিবি র্যাম আর ১২৮জিবি স্টোরেজে ওয়ানপ্লাস ৭ এর দাম ৩২,৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম আর ২৫৬ জিবি স্টোরেজে এই ফোন কিনতে ৩৭,৯৯৯ টাকা খরচ হবে।
ওয়ানপ্লাস ৭ স্পেসিফিকেশন
ওয়ানপ্লাস ৭ ফোনে রয়েছে ৬.৪১ ইঞ্চি অপ্টিক অ্যামোলেড ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট, ৮ জিবি পর্যন্ত র্যাম আর ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য ওয়ানপ্লাস ৭ ফোনের পিছনে দুটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। রিয়ার ক্যামেরায় থাকছে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান, ইলেট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান আর পিডিএএফ অটোফোকাস সাপোর্ট। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরাতেও থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান।
ওয়ানপ্লাস ৭ ফোনে রয়েছে একটি ৩,৭০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি। ডুয়াল সিম ওয়ানপ্লাস ৭ ফোনে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির অক্সিজেন ওএস স্কিন। থাকছে ডুয়াল স্পিকার আর ডলবি অ্যাটমস সাপোর্ট।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190