Just In
শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হল ওয়ানপ্লাস ৮, ওয়ানপ্লাস ৮ প্রো
অবশেষে বাজারে এল ওয়ানপ্লাস ৮ ও ওয়ানপ্লাস ৮ প্রো। এই দুই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট। ওয়ানপ্লাস ৮ প্রো-র পিছনে রয়েছে চারটি ক্যামেরা। অন্যদিকে ওয়ানপ্লাস ৮-এর পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। ওয়ানপ্লাস ৮ প্রো তে ওয়্যারলেস চার্জিং ও আইপি৬৮ ওয়াটার রেজিস্টান্ট সার্টিফিকেশন থাকছে। চলতি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে এই দুই ফোন বিক্রি শুরু হবে। ভারতে কবে এই ফোন লঞ্চ হবে জানায়নি চিনের কোম্পানিটি।

ওয়ানপ্লাস ৮-এর দাম শুরু হচ্ছে ৬৯৯ মার্কিন ডলার থেকে। অন্যদিকে ওয়ানপ্লাস ৮ প্রো-র দাম শুরু হচ্ছে ৮৯৯ মার্কিন ডলার থেকে। ওয়ানপ্লাস জানিয়েছে শীঘ্রই ভারতে এই দুই ফোনের দাম প্রকাশ করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে কম দামে ভারতে নতুন দুই ফোন নিয়ে আসতে পারে ওয়ানপ্লাস।
ওয়ানপ্লাস ৮ প্রো স্পেসিফিকেশন
ওয়ানপ্লাস ৮ প্রো-তে রয়েছে ৬.৭৮ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট, ১২জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ। ফোনের পিছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে ৪৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল কালার সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে রয়েছে ৪,৫১০ এমএএইচ ব্যাটারি। সঙ্গে রয়েছে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং ও ওয়্যারলেস চার্জিং। ওয়ানপ্লাস ৮ প্রো-তে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চলবে।
ওয়ানপ্লাস ৮ স্পেসিফিকেশন
ওয়ানপ্লাস ৮-এ রয়েছে ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট, ১২জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ। ফোনের পিছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেল ও ১৬ মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে রয়েছে ৪,৩০০ এমএএইচ ব্যাটারি। সঙ্গে রয়েছে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং। এই ফোনেও অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চলবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470