4230 mAh ব্যাটারি সহ লঞ্চ হল Oppo A5

By GizBot Bureau
|

চিনে Oppo A5 লঞ্চ করল Oppo। এটি কোম্পানির লেটেস্ট মিডরেঞ্জ স্মার্টফোন। লঞ্চের আগেই এই ফোন নিয়ে ইন্টারনেটে ঝড় উঠেছিল। অবশেষে লঞ্চ হল Oppo A5।

 
4230 mAh ব্যাটারি সহ লঞ্চ হল Oppo A5

এই ফোনের সম্পর্কে পাওয়া বেশিরভাগ খবরই সত্যি হয়েছে। Oppo A5 এর ডিসপ্লের উপরে রয়েছে একটি কালো নচ। Oppo A5 এ রয়েছে 87.5 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও। এই ফোনের ভিতরে রয়েছে Snapdragon 450 চিপসেট আর ফোনের পিছনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। Snapdragon 450 Oppo A5 এর অন্যতম প্রধান আকর্ষন ফোনের বিশাল 4230 mAh ব্যাটারি। যদিও Oppo A5 এ কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে না।

Oppo A5 স্পেসিফিকেশান

 

Oppo A5 এ রয়েছে ৬.২ ইঞ্চি ফুল ভিউ HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। এই ডিসপ্লের সাথেই Oppo A5 তে থাকছে 2.5D কার্ভড গ্লাস।

Oppo A5 এর ভিতরে রয়েছে Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকছে Andreno 506 GPU, 4GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ। microSD কার্ডের মাধ্যমে Oppo A5 এর স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। Oppo A5 এ Android 8.1 Oreo এর উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.1 স্কিন।

Oppo A5 এ রিয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় থাকবে একটি 13MP ও একটি 2MP সেন্সার। এছাড়াও Oppo A5 এর সামনে একটি 8MP ক্যামেরা থাকবে।

কম্পিউটারে হারিয়ে যাওয়া ডাটা উদ্ধারের সহজ উপায়কম্পিউটারে হারিয়ে যাওয়া ডাটা উদ্ধারের সহজ উপায়

Oppo A5 এর অন্যতম প্রধান আকর্ষন ফোনের বিশাল 4230 mAh ব্যাটারি। কোম্পানির দাবি এই ব্যাটারির মাধ্যমে একবার চার্জ দিয়ে গ্রাহকরা ১৪ ঘন্টা ভিডিও প্লে ব্যাক ও ১১ ঘন্টা গেম খেলতে পারবেন।

কানেক্টিভিটির জন্য Oppo A5 এ থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS + GLONASS, USB OTG।

চিনে Oppo A5 এর দাম ১৫০০ ইউয়ান (প্রায় ১৫,৫৩০ টাকা)। ১৩ জুলাই থেকে এই ফোন বিক্রি শুরু হবে। ইতিমধ্যেই এই ফোনের প্রি অর্ডার শুরু হয়ে গিয়েছে।

Source

Best Mobiles in India

Read more about:
English summary
Oppo has finally announced the A5, its latest mid-range smartphone in China. There were already many speculations on the web about the smartphone, and now the phone is finally official.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X