Just In
Don't Miss
Oppo Reno 10x Zoom Edition বনাম Oppo Reno: কী পার্থক্য?
মঙ্গলবার ভারতে লঞ্চ হয়েছে Oppo Reno 10x Zoom Edition আর Oppo Reno। দুটি ফোনে প্রায় একই ডিজাইন ব্যবহার হয়েছে। থাকছে প্যানরমিক ডিসপ্লে আর সাইড সুইং সেলফি ক্যামেরা। এই দুটি ফোনের মধ্যে কী পার্থক্য? দেখে নিন।
Oppo Reno 10x Zoom Edition ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট। ফোনের পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা। অন্যদিকে Oppo Reno ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট। Oppo Reno 10x Zoom Edition ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে অপ্টিকাল জুম। এর জন্য এই ফোনে একটি পেরিস্কোপ ক্যামেরা ব্যবহার করেছে চিনের কোম্পানিটি।
Oppo Reno 10x Zoom Edition এ থাকছে একটি ৬.৬ ইঞ্চি প্যানারমিক অ্যামোলেড ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ। Oppo Reno ফোনে রয়েছে 6.৪ ইঞ্চি প্যানারমিক অ্যামোলেড ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128 GB পর্যন্ত স্টোরেজ।
Oppo Reno 10x Zoom Edition ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি ১৩ মেগাপিক্সেল পেরিস্কোপিক টেলিফটো লেন্স আর একটি ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি ১৬ মেগাপিক্সেল সাইড সুইং সেলফি ক্যামেরা। ছবি তোলার জন্য Oppo Reno –তে থাকছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি ৪৮ মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য Oppo Reno তে থাকছে ১৬ মেগাপিক্সেল সাইড সুইং সেলফি ক্যামেরা।
6GB RAM আর 128GB স্টোরেজে Oppo Reno 10x Zoom Edition এর দাম শুরু হচ্ছে ৩৯,৯৯০ টাকা। 8GB RAM আর 256GB স্টোরেজে Oppo Reno 10x Zoom Edition এর দাম ৪৯,৯৯০ টাকা। Oppo Reno –র দাম শুরু হচ্ছে 32,990 টাকা থেকে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190